জুভেন্টাসকেই চ্যাম্পিয়ন দেখছেন পিকে
জুভেন্টাস সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল বিশ বছর আগে। ১৯৯৫-৯৬ মৌসুমে। শিরোপা খরা ঘোচানোর সুযোগটা পেয়েছিল জুভিরা। ২০১৪-১৫ মৌসুমে। সেবার স্বপ্নভঙ্গ হয় ইতালিয়ান চ্যাম্পিয়ন দলটির; ফাইনালে ৩-১ গোলে হেরে যায় বার্সেলোনার কাছে।
এবার বিশ বছরের অপেক্ষার অবসান চাইবে জুভেন্টাস। সে পথেই রয়েছে। শিরোপা থেকে জুভিরা এখন দুই ধাপ দূরে। কোয়ার্টার ফাইনালে বার্সাকে ৩-০ গোলে হারিয়ে সেমির টিকিট পকেটে পুরেছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।
শেষ আটের প্রথম লেগে ঘরের মাঠে ৩-০ গোলে জয় পেয়েছিল জুভেন্টাস। দ্বিতীয় লেগে বার্সার মাঠে খেলে গোলই হজম করেনি। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি হয়েছে গোলশূন্য ড্র। যেভাবে দাপট দেখিয়ে খেলে যাচ্ছে জুভেন্টাস, তাতে ইতালিয়ান এই দলটিকে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে।
যোগ্য দল হিসেবে সেমিফাইনালের টিকিট পেয়েছে জুভেন্টাস। পিকের ভাষায়, ‘জুভেন্টাস অসাধারণ একটি দল। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। তারা আরও এগিয়ে যাওয়ার যোগ্য। জুভিদের জন্য শুভকামনা। কারণ জুভেন্টাসই এবার চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার।’
এনইউ/আরআইপি