ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সেঞ্চুরি দিয়েই নিজেকে প্রমাণ করলেন আল-আমিন

প্রকাশিত: ০২:২৬ পিএম, ১৮ এপ্রিল ২০১৭

প্রিমিয়ার লিগের গত আসরটা দারুণ কেটেছিল আল আমিনের। যদিও আব্দুল মজিদ, মোসাদ্দেক সৈকতের মতো তরুণ খেলোয়াড়দের আলোয় কিছুটা ম্লান ছিলেন তিনি। এরপর নিজেকে তেমনভাবে তুলে ধরতে পারেননি। তবে এবার লিগের শুরুতেই তিনি জানান দিলেন, এক বছরের জন্য ভালো খেলতে আসেননি। এসেছেন কিছু করতে এবং নিয়মিত ভালো খেলতে। আর তার প্রমাণও মিলল আজ। বিকেএসপির তিন নম্বর মাঠে নিশ্ছিদ্র ইনিংস খেললেন। শুধু তা-ই নয়, সাব্বির-সৌম্যর মতো দেশের সেরা তারকাদের টপকে দ্যুতি ছড়াল আল আমিননের ব্যাটই।

গত আসরে এই মাঠেই দারুণ এক সেঞ্চুরি করেছিলেন আল আমিন। সেবার ভিক্টোরিয়ার হয়ে খেলেছিলেন তিনি। আর প্রতিপক্ষ ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। এক বছর পর সে মাঠেই আবার পেলেন সেঞ্চুরি। তবে এবারের সেঞ্চুরিটা বাড়তি প্রেরণার। কারণ বেশ কিছুদিন থেকেই রান খরায় ভুগছিলেন তিনি। এদিন শুরুটা ধীর গতিতে করলেও শেষ দিকে ঝড় তুলেছেন।

‘গত বছর সেঞ্চুরি পেয়েছিলাম এই মাঠেই রূপগঞ্জের বিপক্ষে ভিক্টোরিয়ার হয়ে। এবার দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি পেয়ে খুব ভালো লাগছে। আমার প্রথম পঞ্চাশটা ছিল একটু ধীর গতির ৬১ বলে। তবে পরের পঞ্চাশ করেছি ২৮ বলে। চেষ্টা করেছে সমন্বয় ঘটিয়ে ভালোভাবে ইনিংসটা সাজাতে।’

ওয়ানডে সংস্করণে দারুণ জ্বলে উঠছে আল আমিনের ব্যাট। তাই জাতীয় দলে খেলার স্বপ্ন দেখতেই পারেন তিনি। তবে আল আমিন এখনই নিজেকে স্বপ্নে বিভোর করতে চান না। আপাতত সে স্বপ্নকে মনে সুপ্ত রেখে এগিয়ে যেতে চান তিনি। প্রিমিয়ার লিগকেই বেছে নিয়েছেন স্বপ্ন ছোঁয়ার পথ হিসেবে।

‘আমার এই মুহূর্তের ভাবনা হচ্ছে প্রিমিয়ার লিগ নিয়ে। খুব ভালো খেলা এবং অনেক রান করা। যাতে সবাই বলতে পারে আল আমিন ছেলেটা ভালো করেছে। গত বছর ভালো খেলেছি। এবারও ধরে রেখেছি। আর এখনই জাতীয় দল নিয়ে ভাবছি না। তবে অবশ্যই জাতীয় দলে খেলার স্বপ্ন তো দেখি। সেটা ভেতরে আছে। ভালো খেলতে থাকলে নিশ্চয়ই সুযোগ আসবে।’

প্রচণ্ড গরমে ১০৬ রানের ইনিংসে এদিন ৪৪টা সিঙ্গেলস নিয়েছেন আল আমিন। এতে বুঝিয়ে দিয়েছেন ফিটনেসটাও দারুণ তার। তবে এর জন্য বিশেষ কিছু না করলেও পরামর্শ নেন অভিজ্ঞদের কাছে থেকে, ‘ফিটনেস নিয়ে আমি আলাদা কিছু করি না। তবে এটা নিয়ে আমি সচেতন। সে কারণে হয়তো বা কোনো সমস্যা হয়নি। আর আমি মোটামুটি এইচপির জাফরুল এহসান ও  মুমিনুল হকের সঙ্গে কথা বলি নিজেকে কিভাবে ফিট রাখা যায়।’

আরটি/আরআইপি

আরও পড়ুন