মোটরসাইকেলের ধাক্কায় ক্ষতিগ্রস্ত মাশরাফির গাড়ি
রোববার সন্ধ্যায় গণভবনে হাসিমুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করলেন। চোখ-মুখ দেখে বোঝার উপায় ছিল না যে, কয়েক ঘণ্টা আগেই সড়ক দুর্ঘটনায় পতিত হয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা।
পহেলা বৈশাখের ছুটিতে তিন দিন লিগ বন্ধ। তাই স্ত্রী, কন্যা ও পুত্রকে নিয়ে নিজ গাড়িতেই যান রাঙামাটি জেলার সাজেকে। সেখানে একদিন কাটিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হলেন মাশরাফি। তার গাড়ির পেছন দিকে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল।
এতে মাশরাফির নিজের ও তার পরিবারের কারো কোনো সমস্যা হয়নি। বেশি আঘাতপ্রাপ্তও হননি। তবে গাড়ির বেশ ক্ষতি হয়েছে।
আজ সকালে বিকেএসপির চার নম্বর মাঠে শেখ জামালের বিপক্ষে মাঠে নামার সময় রূপগঞ্জের অন্যতম সেরা তারকা জানালেন, ‘আমার পরিবারের কারো কোনো ক্ষতি হয়নি। আমরা নিরাপদেই ছিলাম। তবে গাড়ির ক্ষতি হয়েছে। পেছনের দিকে লাইট ভেঙে গেছে। পেছনের বডিতেও আঘাত লেগেছে।’
এআরবি/এনইউ/জেআইএম