ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বেঙ্গালুরুতেও সামাদকে পাচ্ছে না আবাহনী

প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১৫ এপ্রিল ২০১৭

পাসপোর্ট সমস্যার কারণে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে খেলতে কলকাতা যেতে পারেননি আবাহনীর ঘানাইয়ান ডিফেন্ডার সামাদ ইউসুফ। একই সমস্যার কারণে এএফসি কাপে ভারতের আরেক ক্লাব বেঙ্গালুরু এফসির বিপক্ষেও এ অভিজ্ঞ ডিফেন্ডারকে পাচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। বাকি খেলোয়াড়রা ভিসা পেলেও এখনও সামাদের পাসপোর্ট ফেরত দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন। তাকে ছাড়াই রোববার সকালে বেঙ্গালুরুর উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে আকাশী-হলুদরা।

আবাহনী অবশ্য এখনও আশা ছাড়েনি। ক্লাব সূত্রে জানা গেছে, তারা সামাদের ভিসার জন্য অপেক্ষা করবে। পুরো দল রোববার সকালে চলে যাবে। সামাদ ২/১ দিন পর ভিসা পেলে তাকে বেঙ্গালুরু পাঠানো হবে। এএফসি কাপের বর্তমান রানার্সআপ দলের সঙ্গে আবাহনীর ম্যাচ ১৮ এপ্রিল। শেষ পর্যন্ত সামাদের ভিসা না হলে এ ম্যাচেও আবাহনীকে খেলতে হবে মাত্র ২ বিদেশি নিয়ে একজন নাইজেরিয়ান এমেকা ডার্লিংটন এবং অন্যজন ইংলিশ জোনাথন।

ঘরের মাঠে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের কাছে ২-০ গোলে হারার পর আবাহনী কলকাতা গিয়ে মোহনবাগানের কাছে হেরেছে ৩-১ ব্যবধানে। পরপর দুই ম্যাচ হারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সামনে এবার ভারতের আরেক জায়ান্ট বেঙ্গালুরু এফসি।

আরআই/আইএইচএস/জেআইএম

আরও পড়ুন