ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সফল ক্রীড়াবিদদের রোববার প্রধানমন্ত্রীর সংবর্ধনা

প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১৩ এপ্রিল ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নববর্ষের তৃতীয় দিনে সংবর্ধনা দেবেন তিন শতাধিক ক্রীড়াবিদকে। গত বছর অক্টোবর থেকে এ পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে যেসব ক্রীড়াবিদ সফলতা অর্জন করেছেন তারাই পাচ্ছেন এই সংবর্ধনা। ১৬ এপ্রিল রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আয়োজন করা হয়েছে এ সংবর্ধনা অনুষ্ঠান। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস জাগো নিউজকে বলেছেন, ‘সব মিলিয়ে ৩ থেকে সাড়ে ৩শ ক্রীড়াবিদ পাবেন এ সংবর্ধনা। সংবর্ধনায় ক্রীড়াবিদদের জন্য অর্থ পুরস্কারও দেয়া হতে পারে।’

আন্তর্জাতিক অঙ্গন প্রতিযোগিতায় পদক কিংবা সাফল্য পাওয়া ক্রীড়াবিদ বা দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা নতুন নয়। তবে এই প্রথম নির্দিষ্ট একটি সময়ের মধ্যে সাফল্য অর্জন করা সব ক্রীড়াবিদকে এক অনুষ্ঠানে সংবর্ধনা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের খেলাধুলায় নতুন এক অধ্যায়ই যোগ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

এনএসসি সূত্রে জানা গেছে, হ্যান্ডবল, সাঁতার, হকি, মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট, শ্যুটিং, মহিলাদের জুনিয়র ব্যাডমিন্টন, ভারোত্তোলন, ভলিবল, সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া নারী ফুটবল দল, গলফ, আরচারি, স্পেশাল অলিম্পিকস, দাবা, রোলবল ওয়ার্ল্ডকাপে অংশ নেয়া বাংলাদেশ দল, বধির ক্রিকেট দল, মককাপ ফুটবলে অংশ নেয়া জুনিয়র দল,সম্প্রতি শ্রীলঙ্কায় টেস্ট, ওয়ানডে এবং টিটোয়েন্টি সিরিজ ড্র করা ক্রিকেটাররা থাকছেন এ সংবর্ধনায়।

এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গত এসএ গেমসে স্বর্ণজয়ী তিন ক্রীড়াবিদ সাঁতারু মাহফুজা খাতুন শিলা, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত শ্যুটার শাকিল আহমদের হাতে তুলে দেবেন তাদের জন্য নির্মিত সরকারী ফ্লাটের চাবি। এসএ গেমসে স্বর্ণ জয়ের পর তাদের ফ্লাট দেয়ার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরআই/এনইউ/জেআইএম

আরও পড়ুন