রুবেল ঝড়ে সুখকর হলো না আশরাফুলের ফেরা
ফেরাটা সুখকর হলো না মোহাম্মদ আশরাফুলের। নিষেধাজ্ঞা থেকে ফিরে প্রথম প্রিমিয়ার লিগের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে অধিনায়ক হিসেবেই মাঠে নেমেছিলেন তিনি। তবে রুবেল হোসেনের বোলিং তোপে ৫ উইকেটে হেরে গেছে আশরাফুলের কলাবাগান ক্রীড়া চক্র।
বৃহস্পতিবার সাভারের বিকেএসপিতে ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি প্রাইম ব্যাংক। ৫০ রানেই ফিরে যান দলের সেরা তিন ব্যাটসম্যান মেহেদী মারুফ, সৌম্য সরকার ও সাব্বির রহমান।
তবে দায়িত্বশীল ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন ভারতীয় ব্যাটসম্যান উম্মুখ চাঁদ। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করে অপরাজিত থাকেন তিনি। তাকে দারুণ সঙ্গ দিয়ে তাইবুর রহমান ২৭ ও আল-আমিন ৩৫ রান করেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে কলাবাগান। উইকেটরক্ষক ব্যাটসম্যান জসীমউদ্দিনকে ওপেনিংয়ে নামেন আশরাফুল। তবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। রুবেল হোসেনের বলে ব্যাটের কানায় লেগে বোল্ড হয়ে যান টেস্ট ক্রিকেটের অভিষেকে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।
আশরাফুলকে ফেরানোর পর আরও উজ্জীবিত হয়ে বোলিং করেন রুবেল। একে একে তুলে নেন জসীমউদ্দিন, তুষার ইমরান, মুক্তার আলী, সঞ্জিত সাহা ও নাবিল সামাদকে। একাই ছয়টি উইকেট তুলে নেন রুবেল। অনিয়মিত বোলার সৌম্য সরকারও পান ২টি উইকেট। ফলে মাত্র ১৮৪ রানেই অলআউট হয়ে যায় কলাবাগান।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন তুষার ইমরান। ৩৮ রান করেন জিম্বাবুয়ে থেকে উড়িয়ে আনা হ্যামিল্টন মাসাকাদজা। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ২৪ করেন সঞ্জিত সাহা।
আরটি/এনইউ/আরআইপি