ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘নইম ভাই’র কাছে অনেক শেখার আছে’

প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১২ এপ্রিল ২০১৭

বাংলাদেশ ও ভারতের সাবেক কোচ সৈয়দ নইমুদ্দিন হয়ে গিয়েছিলেন ব্রাদার্স ইউনিয়নের ঘরের ছেলে। ২০০৪ সালে প্রথম দায়িত্ব নিয়েই গোপীবাগের ক্লাবটিকে এনে দিয়েছিলেন অধরা ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা। তার পর আরো পাঁচ মৌসুম কমলা জার্সিধারীদের ডাগআউটে ছিলেন বর্ষিয়ান এ কোচ।

সর্বশেষ গত মৌসুমেও ব্রাদার্সের দায়িত্বে ছিলেন তিনি। দুইদিন আগেও নিশ্চিত ছিল আবার পুরোনো দলেই আসছেন ৭৩ বছরের বয়সী এ কোচ; কিন্তু গত ২৪ ঘন্টায় বদলে গেছে সবকিছু। কমলা নয়, সাদা-কালো শিবিরে আসছেন তিনি। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়া বুধবার রাতে নিশ্চিত করেছেন নইমুদ্দিনের কোচ হওয়ার বিষয়টি।

প্রাক মৌসুমে মোহামেডানের দায়িত্ব নিয়েছিলেন আবদুল কাইয়ুম সেন্টু। তার অধীনে মোহামেডান দুটি টুর্নামেন্টেও খেলেছে মাগুরা এবং চট্টগ্রামে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সেন্টুর এখন কি হবে? মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়া বলেছেন, ‘নইমুদ্দিনকে দায়িত্ব দেওয়া মানেই তো সেন্টুর সহকারী হওয়া। সেন্টুকে আমরা সম্মানের সঙ্গেই রাখবো, যদি সে থাকতে চায়।’

সেন্টুর কাছে নইমুদ্দিনের কোচ হওয়ার খবরটি জানা নেই। গণমাধ্যমকর্মীদের কাছ থেকেই শুনছেন। প্রশ্ন হচ্ছে সেন্টু থাকছেন কিনা মোহামেডানে? ‘ক্লাব তো এখনো আমাকে কিছু জানায়নি। আপনাদের কাছেই শুনছি নইম ভাইয়ের (সৈয়দ নইমুদ্দিন) কথা। উনি তো অনেক বড় মাপের কোচ। কোচ হিসেবে আমি তো নতুন। নইম ভাইয়ের মতো কোচের কাছে অনেক শেখার আছে। তিনি কেন? দেশের মারুফ ভাই, মানিক ভাই এবং টিটু ভাইদের অধীনেও সহকারী হিসেবে কাজ করতে আমার আপত্তি ছিল না। কষ্ট একটাই আমি কিছুই জানি না।’

আরআই/আইএইচএস/জেআইএম

আরও পড়ুন