ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘আইপিএলে মালিঙ্গার মতোই গুরুত্বপূর্ণ মোস্তাফিজ’

প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১২ এপ্রিল ২০১৭

ছিলেন দীর্ঘ ইনজুরিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ফেরেন। ফেরাটা অবশ্য খুব একটা সুখকর হয়নি। এরপর শ্রীলঙ্কা সফরে নিজেকে মেলে ধরতে সক্ষম হন। শততম টেস্ট ম্যাচে আলো ছড়ান। সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচেও নামের প্রতি সুবিচার করেন। ওই ম্যাচে চারটি উইকেট লাভ করেন মোস্তাফিজুর রহমান।

লঙ্কা সফর শেষে দলের সঙ্গে বাংলাদেশে আসেন কাটার। অপেক্ষায় ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র পাওয়ার। সেটা পেয়েই গতকাল মঙ্গলবার যান ভারতে। সানরাইজার্স হায়দরাবাদের আজকের (বুধবার) ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। এই ম্যাচের আগে মোস্তাফিজকে নিয়ে কথা বলেন ভারতের সাবেক পেসার অজিত আগারকার।

মোস্তাফিজের প্রশংসা করেন আগারকার। গত মৌসুমে যেভাবে বাঘা বাঘা ব্যাটসম্যানকে পরাস্ত করেছেন মোস্তাফিজ, তা তো আর ভোলার নয়। কাটার মাস্টারের গুরুত্ব বুঝাতে গিয়ে তিনি বলেন, ‘আইপিএলে যেমন লাসিথ মালিঙ্গার গুরুত্ব রয়েছে, তেমনি হায়দরাবাদের পেসার মোস্তাফিজুর রহমানও গুরুত্বপূর্ণ। সুনিল নারিনকেও একইভাবে দেখবেন। এরা টি-টোয়েন্টির জন্য পারফেক্ট।’

Braver

মোস্তাফিজ হায়দারাবাদে যোগ দেয়ায় চ্যাম্পিয়নরা আরও শক্তিশালী হয়েছে। সেটাই বললেন আগারকার, ‘বলের বৈচিত্র্য, ধারাবাহিকতা, নতুন বলে ভালো করা, রান কম দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে পারে মোস্তাফিজ। উইকেটও তুলে নিতে পারে। মোস্তাফিজ হায়দরাবাদে যোগ দেয়ায় দল আরও শক্তিশালী হলো। দলের অন্যতম সেরা খেলোয়াড়কে নিয়ে আরও ভালো করবে তারা।’

এদিকে হায়দরাবাদে যোগ দেয়ার পর আজই মাঠে নেমেছেন মোস্তাফিজ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আছেন চ্যাম্পিয়ন দলটির একাদশে। টস হেরে প্রথমে ব্যাট করছে মোস্তাফিজের দল হায়দরাবাদ।

প্রসঙ্গত, প্রথমবারের মতো আইপিএলে খেলতে গিয়ে বাজিমাত করেন মোস্তাফিজুর রহমান। নবম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন প্রায় প্রতিটি ম্যাচেই। কাটার-স্লোয়ার-ইয়র্কারের সংমিশ্রণে দুর্দান্ত বোলিং করে সুনাম কুড়িয়েছেন।

১৬ ম্যাচে ২৪.৭৬ গড়ে নিয়েছিলেন ১৭ উইকেট। আর তাতেই প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হায়দরাবাদ। গত মৌসুমে নিজেকে প্রমাণ করায় কাটার মাস্টারকে রেখে দিয়েছে হায়দরাবাদ।

এনইউ/জেআইএম

আরও পড়ুন