ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মুশফিকের চাওয়ায় টানা বোলিং করেছেন মাশরাফি

প্রকাশিত: ০১:৫০ পিএম, ১২ এপ্রিল ২০১৭

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম দিনেই কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে। বল হাতে টানা আট ওভার বোলিং করেছেন বাংলাদেশ দলের ওয়ানডে সংস্করণের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অথচ হরহামেশা কথা ওঠে তার ফিটনেস নিয়ে। তবে অধিনায়কের চাওয়াতেই টানা আট ওভার বোলিং করেছেন বলে জানালেন মাশরাফি।

দুই হাঁটুতে সাতবার অস্ত্রোপচার হয়েছে মাশরাফির। এছাড়া ক্যারিয়ারে ছোটখাটো নিয়মিত ইনজুরি যেন নিত্যসঙ্গী তার। তাই এর আগে রদবদল করে বল করতেই দেখা গেছে তাকে। হঠাৎ কেন টানা বোলিং করলেন তিনি?

মাশরাফির উত্তর, ‘অধিনায়ক যেটা চেয়েছে ওটাই করেছি। আর করতে সমস্যা হয়নি। বোলিং ফিটনেস তো টোটালি আলাদা জিনিস। বোলিং করতে কোনো সমস্যা হয়নি।’

তবে অনেকেই ভেবেছেন বাংলাদেশ দলে পুরনো বলে বোলিং করার অনুশীলনটা সেরে নিলেন মাশরাফি। নতুন বলে বোলিং করতে কম দেখা যায় তাকে। মোস্তাফিজ-তাসকিনদের মতো তরুণদের উত্থানের পর পাওয়ার প্লের পরই বল হাতে তুল নেন তিনি। তবে কি অনুশীলন সেরে নিলেন?

তবে মাশরাফি জানালেন ভিন্ন কথা, ‘ওটার অনুশীলন না। শারীরিকভাবে বলতে পারেন একটু ক্লান্ত আছি। এটা একটা কারণ। বিশ্রাম যতটা নেয়া যায়। আবার রাতেও ঘুম ভালো হয়নি। তো সময় নেয়ার জন্য। আর পাশাপাশি অনুশীলনও হলো।’

এদিন ইনিংসের ১৩তম ওভারে বল হাতে নেওয়ার পর টানা আট ওভার বোলিং করেছেন মশরাফি। দারুণ নিয়ন্ত্রিত বোলিং করে মাত্র ২৮ রানের বিনিময়ে তুলে নিয়েছেন মূল্যবান ২টি উইকেট। ফলে লক্ষ্যসীমার মধ্যে ব্রাদার্সকে বেঁধে রাখতে পারে রূপগঞ্জ।

আরটি/এনইউ/জেআইএম

আরও পড়ুন