আর ২৫ রান দরকার গেইলের
চলতি আইপিএলে এখনও স্বরূপে দেখা যায়নি ক্রিস গেইলকে। উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে করেছিলেন ৩২ রান। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে করেছিলেন ৬ রান।
এই দুই ম্যাচের ৩৮ রান নিয়ে ঘরোয়া টি-টোয়েন্টিতে বর্তমানে গেইলের নামের পাশে জমা হলোা ৯ হাজার ৯৭৫ রান। আর মাত্র ২৫ রান করতে পারলেই প্রথম ক্রিকেটার হিসেবে ঘরোয়া টি-টোয়েন্টিতে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন ক্যারিবীয় এই সুপারস্টার।
ঘরোয়া টি-টোয়েন্টিতে সেঞ্চুরি ১৮টি, হাফ সেঞ্চুরি ৬০টি আর ৭৩৫টি ছক্কা হাঁকিয়েছেন গেইল। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি ও ছক্কার রেকর্ড; সবই গেইলের দখলে।
আজ কিংস ইলেভেনের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওই ম্যাচেই হয়তো মাইলফলকটি স্পর্শ করতে চাইবেন গেইল। সেই লক্ষ্য নিয়েই মাঠে নামার অপেক্ষায় তিনি।
এনইউ/এমএস