ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘এবার আইপিএল সেরা হবে ওয়ার্নার’

প্রকাশিত: ১১:৪৮ এএম, ০৯ এপ্রিল ২০১৭

গত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। প্রথমবারের মতো আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হায়দরাবাদ। এবার ট্রফি ধরে রাখার মিশনে নেমেছে দলটি।

আইপিএলের দশম আসরে জয় দিয়েই যাত্রা শুরু করেছে হায়দরাবাদ। নিজেদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়েছে ৩৫ রানে। ওই ম্যাচে ব্যাট হাতে নিজেকে মেলে ধরার আগেই আউট হয়ে যান ডেভিড ওয়ার্নার। ৮ বলে দুটি চার ও একটি ছক্কায় ১৪ রানে থামেন হায়দরাবাদ অধিনায়ক।

MJP

সামনের ম্যাচগুলোতে ওয়ার্নারের ব্যাট হাসবে। এমন বিশ্বাসই অস্ট্রেলিয়া কিংবদন্তী রিকি পন্টিং। স্বদেশি ওয়ার্নারকে এবারের আইপিএলের সেরা খেলোয়াড় হিসেবে দেখছেন তিনি। পন্টিং মনে করেন, কোনো ওপেনার কিংবা স্পিনারই এই খেতাব জেতার দৌড়ে এগিয়ে থাকবেন।

পন্টিংয়ের ভাষায়, ‘কোনো ওপেনার কিংবা স্পিনারের পক্ষে টুর্নামেন্ট সেরা পুরস্কার জয়ের সম্ভাবনাই বেশি। আমি মনে করি, এবার আইপিএল সেরা হবে ওয়ার্নার। এজন্য অবশ্য অনেক বেশি রান করতে হবে। আমার মতে, ডেভির (ওয়ার্নার) পক্ষেই তা সম্ভব।’

এনইউ/জেআইএম

আরও পড়ুন