ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ম্যাচ কবে কখন
শ্রীলঙ্কা সফরটা দারুণ কেটেছে বাংলাদেশের। স্বাগতিকদের কাছে কোনো সিরিজই হারেননি মুশফিক-মাশরাফি-সাকিবরা; তিনটি সিরিজই ড্র করেছেন ১-১ ব্যবধানে। সফল একটি সফর শেষে টাইগাররা এখন বাংলাদেশে।
সামনে আরও ব্যস্ত সময় পার করতে হচ্ছে টাইগারদের। আগামী মাসেই (মে) আয়ারল্যান্ডে ক্রিদেশীয় সিরিজ খেলবে মাশরাফি বাহিনী। স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ১২ মে মাশরাফিদের প্রথম ম্যাচ। এরপর ১৭ মে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
১৯ মে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো আবার মাঠে নামবে আয়ারল্যান্ডের বিপক্ষে। আর নিজেদের শেষ ম্যাচে ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে নামবেন টাইগাররা।
এবার জেনে নিন ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ম্যাচ কবে কখন :
তারিখ |
ম্যাচ |
ভেন্যু |
বাংলাদেশ সময় |
১২ মে |
আয়ারল্যান্ড-বাংলাদেশ |
ডাবলিন |
বিকেল ৩টা ৪৫ মিনিট |
১৪ মে |
আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড |
ডাবলিন |
বিকেল ৩টা ৪৫ মিনিট |
১৭ মে |
বাংলাদেশ-নিউজিল্যান্ড |
ডাবলিন |
বিকেল ৩টা ৪৫ মিনিট |
১৯ মে |
আয়ারল্যান্ড-বাংলাদেশ |
ডাবলিন |
বিকেল ৩টা ৪৫ মিনিট |
২১ মে |
আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড |
ডাবলিন |
বিকেল ৩টা ৪৫ মিনিট |
২৪ মে |
বাংলাদেশ-নিউজিল্যান্ড |
ডাবলিন |
বিকেল ৩টা ৪৫ মিনিট |
এনইউ/আরআইপি