ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ঘুরে দাঁড়ানোর ম্যাচে গেইল-ওয়াটসনদের প্রতিপক্ষ দিল্লি

প্রকাশিত: ০৭:২০ এএম, ০৮ এপ্রিল ২০১৭

উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচটিতে রান পাহাড়ে চাপ পড়েছিল গেইল-ওয়াটসনদের দল। হায়দরাবাদের ২০৭ রানের জবাবে বেঙ্গালুরুর ইনিংস থামে ১৭২ রানে। আর তাতে চ্যাম্পিয়নদের কাছে ৩৫ রানের হার দিয়েই আইপিএল মিশন শুরু হয় বেঙ্গালুরুর।

দলের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়াই খেলছে বেঙ্গালুরু। আজও হয়তো কোহলিকে পাবে না আরসিবি। এবি ডিভিলিয়ার্সও নেই। এছাড়া লোকেশ রাহুল এবং সরফরাজ খানকেও চোটের কারণেই পাচ্ছে না তারা। শেন ওয়াটসন আর ক্রিস গেইলকে তাই জ্বলে উঠতে হবে।

ঘুরে দাঁড়ানোর ম্যাচে আজ গেইল-ওয়াটসনদের প্রতিপক্ষ জহির খানের দিল্লি ডেয়ারডেভিলস। বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে; সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স ও সনি ইএসপিএন।

এনইউ/এমএস

আরও পড়ুন