ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শ্রীলঙ্কা থেকে সরাসরি কেকেআরে সাকিব

প্রকাশিত: ১১:৫৪ এএম, ০৭ এপ্রিল ২০১৭

লঙ্কা সফর শেষ। শ্রীলঙ্কার সঙ্গে তিনটি সিরিজেই ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ। মাশরাফি-মুশফিকরা আজ  ঢাকায় ফিরেছেন। সাকিব আল হাসান দেশে ফেরেননি। আইপিএল খেলতে বিশ্বসেরা অলরাউন্ডার সরাসরি চলে গেছেন ভারতে। যোগ দেবেন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর)। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক ম্যানেজার সজিব।

আইপিএলে দুবার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই দুবারই ব্যাটে-বলে অবদান রেখেছেন সাকিব আল হাসান। শাহরুখ খানের মালিকানাধীন দলটির হয়ে শিরোপা জয়ের উল্লাসে মেতেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। গত মৌসুমেও কেকেআরের হয়ে ভালো করেছেন সাকিব। সেজন্যই তো বাংলাদেশি এই তারকাকে রেখে দিয়েছে নাইটসরা।

সাকিবের দল কেকেআর নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে কলকাতা। আজ হয়তো নাও খেলতে পারেন সাকিব।

কেকেআরের দ্বিতীয় ম্যাচ ৯ এপ্রিল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে গৌতম গম্ভীরের দল। ওই ম্যাচে খেলতে পারেন দুর্দান্ত ফর্মে থাকা সাকিব।

আরটি/এনইউ/এমএস

আরও পড়ুন