মাশরাফিকে ফেরাতে মিরপুরে মিছিল-মানববন্ধন
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে হটাত করেই এ ফরমেট থেকে অবসরের ঘোষণা দেন। তবে তার এ সিদ্ধান্ত মেনে নিতে পারছে না সমর্থকরা। আর তাই অবসর ভেঙে মাশরাফি বিন মর্তুজাকে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনতে শুক্রবার সকালে মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনে মিছিল ও মানববন্ধন করেন মাশরাফি সমর্থকরা।
শুক্রবার সকাল থেকেই স্টেডিয়ামের আশেপাশে জড়ো হতে থাকে মাশরাফিভক্তরা। সকাল সাড়ে ১০ টায় `মাশরাফি ভাইয়ের অবসর মানি না, মানব না!` এই ব্যানার নিয়ে মিছিল শুরু করে সমর্থকরা। এসময় তারা টাইগার কোচ হাথুরুসিংহের পদত্যাগ দাবি করেন।
তরুণদের জায়গা করে দেওয়ার কথা উল্লেখ করে প্রথম টি-টোয়েন্টির আগে অবসরের ঘোষণা দেন মাশরাফি। তবে এরপর গুঞ্জন ওঠে বিসিবির চাপেই অধিনায়কত্ব ছেড়েছেন টাইগার এই অধিনায়ক। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো গরম হয়ে উঠেছে তার সমর্থকদের নানা ধরনের ব্যাখ্যা-বিশ্লেষণ ও দাবিতে। এরপর ফেসবুকে ইভেন্ট খুলে মাশরাফির অবসরের প্রতিবাদে আজ বিসিবি অফিসের সামনে কর্মসূচিও ঘোষণা করা হয়।
আরটি/এমআর/পিআর