ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেটকে মিসবাহর বিদায়

প্রকাশিত: ০৯:০৯ এএম, ০৬ এপ্রিল ২০১৭

ওয়ানডে এবং টি-টোয়েন্টিকে তো আগেই গুডবাই জানিয়ে রেখেছিলেন। এবার টেস্টকেও বিদায় জানালেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন পাকিস্তান অধিনায়ক।

বৃহস্পতিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দিয়ে মিসবাহ জানান, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজই আমার শেষ।’

মিসবাহ-উল-হক অনেক আগে থেকেই চাচ্ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডই (পিসিবি) তাকে ধরে রেখেছিল দলটাকে গুছিয়ে নেয়ার লক্ষ্যে।

গত জানুয়ারিতেই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হওয়ার পরই গুজব রটে গিয়েছিল মিসবাহ অবসর নিতে পারেন এবং তার পরিবর্তে পাকিস্তানের অধিনায়ক হবেন আজহার আলি। একই সঙ্গে পাকিস্তান দলেও আনা হবে বড় ধরনের পরিবর্তন। তবে, ফেব্রুয়ারিতে এসে জানা যায় পিসিবি নাকি ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার জন্য বলে দেয় মিসবাহকে। এবার নিজেই অবসরের ঘোষণা দিয়ে দিলেন।

এমআর/জেআইএম

আরও পড়ুন