‘মাশরাফির জায়গা পূরণ করা সহজ হবে না’
২০১৪ সালের শেষ দিকে হারের বৃত্তে থাকা বাংলাদেশ দলের হাল ধরেন মাশরাফি বিন মর্তুজা। আর তার নেতৃত্বে হঠাৎই বদলে যায় দল। শুরু হয় বাংলাদেশের সাফল্য গাঁথা। একের পর এক জয় তুলে ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে সমীহ করার দলে পরিণত করেন মাশরাফি। সেই মাশরাফির একটি অধ্যায় শেষ হলো গতকাল। টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এ টাইগার। তার বিদায়কে সন্মান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি মাহবুব আনাম। জানালেন, মাশরাফির জায়গা পূরণ করা খুবই কঠিন হবে।
মাশরাফি উচ্ছ্বসিত প্রশংসা করে বিসিবি সহ-সভাপতি বলেন, ‘দলকে একাত্ম করায় মাশরাফির ভূমিকা অনন্য। আমি সব সময় বলেছি মাশরাফি বড় হৃদয়ের ক্রিকেটার। তার সমতুল্য খেলোয়াড় আমি আজ অবধি বাংলাদেশ ক্রিকেটে দেখিনি। তার জায়গা পূরণ করা বাংলাদেশ দলের পক্ষে সহজ হবে না। ওর মতো খেলোয়াড় এক যুগে একটার বেশি আসে না।’
তবে মাশরাফির নিজস্ব সিদ্ধান্তকে সন্মান জানিয়েছেন বিসিবি সহ-সভাপতি, ‘মাশরাফির নিজস্ব সিদ্ধান্তকে সম্মানের সাথে নিতে চাই। আমি আগেও বলেছি, ও কখন খেলার থেকে অবসর নেবে সেই সিদ্ধান্ত ও এককভাবে নেবে। মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা স্তম্ভ। বাংলাদেশ ক্রিকেট আজকের যে অবস্থানে এসেছে সেখানে মাশরাফির অবদান অনেক।’
মাশরাফির অবসর ঘোষণার আগেই নানা রকম গুঞ্জন ছড়িয়েছিল ক্রিকেটপাড়ায়। ক্রিকেট বোর্ডের চাপেই অবসর নিতে বাধ্য হয়েছেন মাশরাফি। এমন প্রশ্নে অবিচল থেকে এটাকে গুঞ্জন বলেই উড়িয়ে দেন বিসিবি সহ-সভাপতি।
‘এ সিদ্ধান্ত তার একক। এবং সে যে সিদ্ধান্ত নেবে সেটাই বড়। সে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছে। আমাদের আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব টি-টোয়েন্টি আজ থেকে প্রায় তিন-চার বছর দূরে রয়েছে। সেখানে অন্য কাউকে জায়গা করে দেওয়ার জন্য সে সরে গেছে। এরকম মহৎ উদ্দেশ্য নিয়ে জাতীয় দলের অন্য ক্রিকেটারকে সরে যেতে আমি দেখিনি। হ্যাটস অফ টু হিম। ওর মতো একজন অ্যাম্বাসেডর, একজন ক্রিকেটার যেন আমাদের ক্রিকেটের স্বার্থেই আমাদের সঙ্গে থাকতে পারে।’
উল্লেখ্য, মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামার কিছুক্ষণ আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলা ও ইংরেজিতে নিজের অবসরের কথা উল্লেখ করে স্ট্যাটাস দেন। এরপর টসের সময়ও নিজের অবসরের কথা উল্লেখ করেন তিনি।
আরটি/এনইউ/এমএস