ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টি-টোয়েন্টিতে সাইফউদ্দিনের অভিষেক

প্রকাশিত: ০২:০০ পিএম, ০৪ এপ্রিল ২০১৭

অনেক দিন থেকেই বাংলাদেশ দলে একজন সিমিং অলরাউন্ডার খুঁজছিল। আর এ লক্ষ্যে কাটাছেঁড়াও কম হয়নি। ফরহাদ রেজা, জিয়াউর রহমান থেকে শুরু করে মুক্তার আলী পর্যন্ত অনেককে দিয়েই চেষ্টা চালিয়েছে বাংলাদেশ ম্যানেজমেন্ট। এবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আরও এক তরুণের অভিষেক ঘটানো হলো। এ ম্যাচে বাংলাদেশের ৫৬তম টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে অভিষেক হলো পেসার সাইফউদ্দিনের।

বাংলাদেশ দলে সাইফউদ্দিনের নামটা মূলত অনূর্ধ্ব-১৯ থেকেই উঠে আসা। মেহেদী হাসান মিরাজের এ সঙ্গীকে তখনই বাংলাদেশের ভবিষ্যৎ তারকা ভাবা হয়েছিল। তবে এরপর ঘরোয়া ক্রিকেটে বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পরায় অভিষেকটা বিলম্ব হয় তার। নিজের বোলিং অ্যাকশন শুধরে খেলে যাচ্ছিলেন বাংলাদেশের হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) আরও ধারালো হয়ে ফিরে আশার পুরস্কারটা হাতে-নাতেই পেলেন এ নবীন।

মূলতঃ কলম্বোর সিমিং উইকেটের ফায়দা তুলতেই দলে একজন বাড়তি পেসার নিয়ে খেলার প্রয়োজনীয়তা অনুভব করে বাংলাদেশ দল। পাশাপাশি শেষ দিকে ব্যাট হাতেও ঝড় তুলতে পারেন তিনি। ফলে সাইফউদ্দিনকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়। অনূর্ধ্ব-১৯ দলের সতীর্থ মেহেদী হাসান মিরাজকে টপকে প্রথমবারের মত টি-টোয়েন্টি ক্যাপ মাথায় তোলেন এ অলরাউন্ডার।

আরটি/আইএইচএস/আরআইপি

আরও পড়ুন