ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তামিমে অগাধ আস্থা মাশরাফির

প্রকাশিত: ০৫:৩৭ এএম, ০৪ এপ্রিল ২০১৭

অন্যান্য সব দলে ম্যাচ উইনার খেলোয়াড় থাকলেও বাংলাদেশে এমন কেউ আছে কি? এমন প্রশ্নের জবাবে মাশরাফির উত্তর এক তামিম খেললেই তো হয়ে যায়।

সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়ের পর মাঝে সব মিলিয়ে টানা সাতটি টি-টোয়েন্টি ম্যাচে কোনো জয় নেই টাইগারদের। এবার আবার সেই লঙ্কানদের সামনে বাংলাদেশ। আর সিরিজের প্রথম ম্যাচে জয় দিয়ে এগিয়ে থাকতে মরিয়া টাইগার অধিনায়ক। এ ক্ষেত্রে টপ অর্ডারে তামিমের দায়িত্বটা বেশি বলে মনে করেন মাশরাফি।

Vision

মাশরাফি বলেন, `টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের বড় ভূমিকা থাকে। আর তামিম যদি শুরুতে ওর খেলাটা খেলে তাহলে অন্যদের জন্য কাজটা সহজ হয়ে যায়।`

এদিকে ছাড়াও আরও অনেক খেলোয়াড় আছেন যারা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। এমনটাই মনে করেন মাশরাফি। ` আমাদের ম্যাচ উইনার খেলোয়াড় অনেক আছে। তামিম ইকবাল তো অবশ্যই। এছাড়াও সাকিব সাব্বির রহমান, মোস্তাফিজ, মাহমুদউল্লাহ, ‍মুশফিকুর রহীম আছে, কয়েকটা ম্যাচে সে একা হাতে জিতিয়েছে।`

এমআর/জেআইএম

আরও পড়ুন