বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে সিরিজ পাকিস্তানের
বোলারদের পর ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরমেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে সাত উইকেটের বড় জয় পেয়েছে পাকিস্তান। আর এ জয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে চার ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিলো সরফরাজ আহমেদের দল।
পোর্ট অব স্পেনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার ওয়ালটনের ব্যাট থেকে। আর শেষ দিকে অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট ৩৭ রানে অপরাজিত থাকলে ১২৪ রানের স্কোর পায় স্বাগতিকরা।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে কামরান আকমলকে সঙ্গে নিয়ে ৪০ রানের পার্টনারশিপ গড়েন শেহজাদ। ব্যক্তিগত ২০ রান করে কামরান আউট হলেও টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন শেহজাদ। ৪৫ বলে ছয়টি চার ও একটি ছক্কায় ৫৩ রান করেন এই ওপেনার।
দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে বাবর আজমের ব্যাট থেকে। এছাড়া নয় রানে শোয়েব মালিক এবং তিন রানে অপরাজিত থেকে দলের জয় নিয়েই মাঠ চাড়েন অধিনায়ক সরফরাজ আহমেদ।
এমআর/জেআইএম