ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘মাঠে মেসির আচরণ অমায়িক’

প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০২ এপ্রিল ২০১৭

ফুটবল বিশ্বে এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয় মেসির নিষেধাজ্ঞা। চিলির বিপক্ষে ১-০ গোলে জয়ী ম্যাচের দ্বিতীয়ার্ধে নাকি সহকারী রেফারিকে মায়ের নাম ধরে গালাগালি করেন মেসি। যে কারণে ফিফা তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করে দিয়েছে। তাকে ছাড়া বলিভিয়ার মাঠে খেলতে গিয়ে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবলে যাওয়ার আগে বার্সার হয়ে লা লিগায় ৫টি হলুদ কার্ড দেখার কারণে আজ গ্রানাডার বিপক্ষেও মাঠে নামতে পারবেন না মেসি।

ক্যারিয়ারে এত বাজে সময় মেসি পার করেছেন কি না সন্দেহ। একদিকে তার ওপর বাজে আচরণের অভিযোগ তুলে চার ম্যাচের নিষেধাজ্ঞা, আরেক দিকে হলুদ কার্ডের খাঁড়ায় পড়ে এক ম্যাচ নিষিদ্ধ, মেসি যেন এখন মাঠের একজন ভিলেন ফুটবলার। এর চেয়ে বাজে সময় আর কী হতে পারে!

তবে এমন দুর্দিনে কোচ-অভিভাবক লুইস এনরিকের কাছ থেকে যে সার্টিফিকেট মেসি পেয়েছেন, তাতে তার মন শীতল হওয়ার কথা। বার্সেলোনা কোচ লুইস এনরিকে গ্রানাডার বিপক্ষে ম্যাচের আগেরদিন তার শীর্ষ সম্পর্কে বললেন, ‘মাঠের মধ্যে তার (মেসি) মতো এত অমায়িক আচরণ আর কেউ করে না।’

Luis

বলা হচ্ছে, মেসি নাকি এই মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত অন্তত সাতটি কঠিন ফাউল করেছেন। যে কারণে পাঁচটি হলুদ কার্ড। এমন তথ্য বিশ্বাস করতে রাজি নন এনরিকে।

তিনি বলেন, ‘এই নাম্বারটা অবিশ্বাস্য। মাঠে তার মতো রেফারিকে এত সম্মান আর কোনো ফুটবলার করে না। সে কখনই বিতর্ক সৃষ্টি হোক এমন কিছু করে না।’

মেসিকে আবারও বিশ্বের সেরা ফুটবলার স্বীকৃতি দিয়ে বার্সার অস্ট্রিয়ান কোচ এনরিকে বলেন, ‘বিশ্বের সেরা ফুটবলারকে আমাদের অবশ্যই সম্মান জানানো উচিত। সব সময়ই সে চাপের মধ্যে থাকে। কারণ, ফুটবল মাঠে সবাই তার প্রতিটি চলাচল নজরে রাখে। তবুও আমি নিশ্চিত করে বলতে পারি, মাঠের মধ্যে তার আচরণ সব সময়ই অমায়িক, অসাধারণ। তার তুলনা হয় না।’

আইএইচএস/এমএস

আরও পড়ুন