ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মিরাজের প্রথম হাফ সেঞ্চুরি

প্রকাশিত: ১২:২৭ পিএম, ০১ এপ্রিল ২০১৭

ভারতের বিপক্ষে টেস্টে প্রথম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এবার ওয়ানডেতেও প্রথম হাফ সেঞ্চুরিটা পেয়ে গেলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ফিফটি করেন এই অলরাউন্ডার।

৪৪তম ওভারে আসেলা গুনারত্নের করা তৃতীয় বলটি ডিপ মিডউইকেটে ঠেলে দিয়ে এক রান নিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মিরাজ। ফিফটি করার পর ক্রিজে বেশিক্ষণ থাকতে পারলেন না ১৯ বছর বয়সী এই ক্রিকেটার।

পরের ওভারের প্রথম বলটিতেই মিরাজ আউট হন। তাকে সাজঘরে ফেরান নুয়ান কুলাসেকারা। বিদায়ের আগে করেছেন ৫১ রান। তার ৭১ বলের ইনিংসটি সাজানো ৬টি চারের সাহায্যে।

Vision

মিরাজ সাজঘরে ফিরলে বাংলাদেশের ইনিংসও খুব দ্রুতই শেষ হয়ে যায়। ওই ওভারের তৃতীয় বলটি লংঅনে উড়িয়ে মারতে গিয়ে গুনারত্নের তালুবন্দী হন তাসকিন আহমেদ। বাংলাদেশ অলআউট হয় ২১০ রানে। আর তাতে ৭০ রানের হার নিশ্চিত হয় বাংলাদেশের। নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৮০ রান তুলেছিল শ্রীলঙ্কা। সিরিজ ১-১ ব্যবধানে ড্র।

এনইউ/পিআর

আরও পড়ুন