ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘হারের ভয়েই পাকিস্তানের সঙ্গে খেলবে না ভারত’

প্রকাশিত: ১১:২৫ এএম, ৩১ মার্চ ২০১৭

ভারত-পাকিস্তান দ্বি-পাক্ষিক ক্রিকেট সিরিজ নিয়ে কম জল ঘোলা হয়নি। পাকিস্তান খেলতে চায়; কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতা এবং সীমান্তে উত্তেজনার অজুহাতে ভারতের অনীহা। শেষ পর্যন্ত চলতি বছরের নভেম্বরেই ভারতের বিপক্ষে পাকিস্তানের হোম সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। এ জন্য অনুমতি চেয়ে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠিও লিখেছিল। কিন্তু এখনো ভারত সরকারের অনুমতি না পাওয়ায় এ সিরিজ না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

তবে দুই দেশের রাজনৈতিক অস্থিরতা এবং সীমান্তে উত্তেজনাকে অজুহাত হিসেবে দেখছে পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক সরফরাজ। পাকিস্তানের দুই ফরম্যাটের অধিনায়কের মতে, `হারার ভয়েই পাকিস্তানের সঙ্গে খেলছে না ভারত।`

তবে টেস্ট অধিনায়ক মিজবাহ মনে করেন, সরফরাজ তার ব্যক্তিগত মতামত দিয়েছেন। কিন্তু আমার মনে হয় না সে সরাসরি ভয়ের কথা বলেছে। আমরা সবাই জানি ভারত আমাদের সঙ্গে খেলছে না, আর এর কারণ রাজনৈতিক।

তিনি আরও বলেন, আমার মনে হয় ভারতের খেলোয়াড়রাও পাকিস্তানের সঙ্গে খেলতে আগ্রহী। কিন্তু রাজনীতি ও ভারত সরকার এই সিরিজ হতে দিচ্ছে না।

উল্লেখ্য, ভারতের বিপক্ষে ২০১৪ সালে সর্বশেষ ম্যাচ জিতেছিল পাকিস্তান। এরপর আরও চারটি ম্যাচ খেললেও হেরেছিল পাকিস্তান।

এমআর/পিআর

আরও পড়ুন