ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সেমির লক্ষ্যে মাঠে নামছে বায়ার্ন-পোর্তো, বার্সা-পিএসজি

প্রকাশিত: ১১:০১ এএম, ২১ এপ্রিল ২০১৫

সেমি ফাইনালের লক্ষ্য নিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ২য় লেগে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় স্বাগতিক বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পোর্তো। আরেক কোয়ার্টার ফাইনালের ২য় লেগে প্যারিস সেন্ট জার্মেইকে ন্যু ক্যাম্পে আতিথ্য দেবে বার্সেলোনা। ম্যাচ দু`টি শুরু আজ বাংলাদেশ সময় রাত ১.৪৫ মিনিটে।

প্রথম লেগে ৩-১ গোলে হারের কারণে সেমি ফাইনালের জন্য ঘরের মাঠ বড় জয় নিশ্চিত করতে হবে বাভারিয়ানদের। কিন্তু, গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হবে রোবেন, রিবেরি, স্টার্ক ও মার্টিনেজের মত তারকাদের। এছাড়া নিষেধাজ্ঞার খড়গে কাটা পড়েছেন বার্নেট, ফিলিপ লাম ও ন্যুয়ারকে।

তবে, ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন শোয়ান্সটাইগার। এমন জোড়াতালির বায়ার্নের প্রতিপক্ষ পোর্তো`র নেই কোন ইনজুরি সমস্যা। তবে, সাসপেনশনের কারণে মাঠের বাইরে থাকবেন দানিলো, আলেক্স সান্দ্রো ও ক্রিস্টিয়ান টেলোকে।

অন্যদিকে পিএসজির মাঠে ৩-১ গোলের জয় তুলে নিয়ে সেমি ফাইনালের পথে অনেকটাই এগিয়ে রয়েছে কাতালানরা। ২য় কোয়ার্টার ফাইনালে ফরাসি জায়ান্ট পিএসজিকে আতিথ্য দিতে প্রস্তুত স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। সুয়ারেজ, নেইমার ও মেসিরা রয়েছেন দুর্দান্ত ফর্মে।

এদিকে, ইনজুরিমুক্ত ফরাসি ক্লাবের জন্য সুখবর থাকছে, নিষেধাজ্ঞা কাটিয়ে ন্যু ক্যাম্প কাঁপাতে ফিরছেন ইব্রাহিমোভিচ ও মার্কো ভেরাত্তি।

এমআর/আরআইপি