সেরা দশ গোলদাতার তালিকায় রোনালদো
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত সুইডেনের কাছে ৩-২ গোলে হেরে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। তবে এ ম্যাচে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে সিআরসেভেন। দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে গোলদাতার তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন বর্তমান সময়ের সেরা এই খেলোয়াড়।
ঘরের মাঠে ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যায় পার্তুগাল। গেলসন মার্টিনসের কাছ থেকে বল পেয়ে বল জালে জড়ান রোনালদো। আর এ গোলের মধ্য দিয়ে রোনালদো জায়গা করে নেন আন্তর্জাতিক ম্যাচে গোলদাতার তালিকায় শীর্ষ দশে। বর্তমানে জাতীয় দলের হয়ে তার গোলের সংখ্যা দাঁড়ায় ৭১ এ। দেশের হয়ে ১০৯ গোল করে তালিকায় শীর্ষে আছে ইরানের আলী। হাঙ্গেরির কিংবদন্তী তারকা পুসকাস আছেন দ্বিতীয় অবস্থানে। ৭৭ গোল করা পেলের অবস্থান পাঁচে।
এ দিকে শুধু ইউরোপে তার অবস্থান তিনে। ৮৪ গোল করে ইউরোপে শীর্ষে আছে হাঙ্গেরির কিংবদন্তী তারকা পুসকাস। দ্বিতীয় অবস্থানে আছেন হাঙ্গেরির আরেক তারকা সান্ডোর ককসিস।
এমআর/আরআইপি