ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বলিভিয়ার বিপক্ষে খেলতে পারবেন তো মেসি!

প্রকাশিত: ০১:৫২ পিএম, ২৮ মার্চ ২০১৭

গত ম্যাচেও আর্জেন্টিনার জয়ে নায়ক ছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তার একমাত্র গোলে শক্তিশালী চিলিকে হারিয়েছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা (১-০)। ওই ম্যাচেই অবশ্য ঝামেলা পাকান মেসি; তর্কে জড়িয়ে পড়েন লাইন্সম্যানের সঙ্গে।

ফিফার নিয়ম বলছে, ম্যাচ রেফারির পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাওয়া গেলে বলিভিয়ার বিপক্ষে নিষিদ্ধ হতে পারেন মেসি। বাংলাদেশ সময় আজ রাত ২টায় বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তাই ভক্তদের প্রশ্ন- এই ম্যাচে খেলতে পারবেন তো মেসি?

আর্জেন্টিনার জন্য সুসংবাদ, মেসি নিষিদ্ধ হচ্ছেন না। কারণ ম্যাচ রেফারির কাছে ফিফা জানতে চেয়েছিল যে মেসি কোনো অশ্রাব্য ভাষা ব্যবহার করেছিলেন কিনা? রেফারি বলেছেন, ‘আমি মেসির কাছ থেকে কোনো আপত্তিকর কথাবার্তা শুনিনি। যদি আমি শুনতাম, তাহলে তো ফিফার নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতাম।’

মেসির শাস্তি হচ্ছে না, আশাবাদী আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। টিওয়াইসিকে সংস্থাটির ডিসিপ্লিনারি কমিশন জানিয়ে এমনটাই। এক মুখপাত্র বলেন, ‘আমি মনে করি যে তারা (ফিফা) মেসির বিরুদ্ধে অ্যাকশন নেবে না। কারণ তারা রেফারির কাছ থেকে কোনো রিপোর্ট পায়নি।’

এনইউ/আরআইপি

আরও পড়ুন