ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জয় দিয়ে শুরু পাকিস্তানের ক্যারিবীয় যাত্রা

প্রকাশিত: ০৩:৩৫ এএম, ২৭ মার্চ ২০১৭

জয় দিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করলো পাকিস্তান। সিরিজের প্রথম টি-টোয়েন্ট ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের ৬ উইকেটে হারিয়েছে সরফরাজ বাহিনী।

বার্বাডোজে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই কোণঠাসা হয়ে পরে স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একসময় একশোর আগেই অল আউট হওয়ার সম্ভাবনা জাগিয়ে তোলে বিশ্ব চ্যাম্পিয়নরা।

তবে শেষ দিকে কার্লোস ব্র্যাথওয়েট ২৭ বলে ৩৪ রান করে অপরাজিত থাকলে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় ১১১ রান। পাকিস্তানের হয়ে অভিষেকেই বাজিমাত করেন শাদাব খান। ৪ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানেরও। দলীয় ২৫ রানে সাজঘরে ফিরে যান শেহজাদ। তবে আরেক ওপেনার  কামরান আকমলের ২২ এবং বাবর আজমের ২৯ রানে জয়ের দিকে এগিয়ে যায় পাকিস্তান।

আর শেষ দিকে শোয়েব মালিক ৩৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ম্যাচ সেরা নির্বাচিত হন শাদাব খান।

আগামী ৩০ মার্চ ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

এমআর/জেআইএম

আরও পড়ুন