তামিমের ৮ম সেঞ্চুরি
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নেমে তৃতীয় বলেই দেশের পক্ষে গড়েন অনন্য কীর্তি। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ১০ হাজারী ক্লাবে যোগ দেন। তবে সেখানেই থেমে থাকেননি তামিম ইকবাল। দুর্দান্ত ব্যাটিং করে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি। তার সেঞ্চুরিতে ভর করে বড় স্কোর গড়ার পথে রয়েছে বাংলাদেশ।
দলের সিনিয়র ব্যাটসম্যান হিসেবে দায়িত্বটা একটু বেশিই ছিল তামিমের ওপর। আর সে দায়িত্বটা কড়ায়গণ্ডায় মিটিয়ে দিচ্ছেন তিনি। ডাম্বুলার রণগিরি স্টেডিয়ামে সৌম্য সরকারকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন ওপেনার। ২৯ রানের জুটি গড়ার পর বিদায় নেন সৌম্য। এরপর সাব্বির রহমানকে নিয়ে দলের হাল ধরেন তামিম। দুর্দান্ত এক জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন তিনি। ৯০ রানের জুটি গড়েন এ দুই ব্যাটসম্যান।
১ রান যোগ করতে সাব্বির ও মুশফিকের বিদায়ে উল্টো চাপে পড়ে বাংলাদেশ। এরপর সাকিবকে নিয়ে ইনিংস মেরামতের কাজে লেগে যান তামিম। একপ্রান্তে নিজের স্বভাববিরুদ্ধ ব্যাটিং করতে থাকেন তামিম। নিজের হাফসেঞ্চুরি স্পর্শ করেন ৭৬ বলে। এরপর ধীরে ধীরে নিজের খোলস ছেড়ে বের হয়ে আসেন তিনি।
১২৭ বলে নিজের সেঞ্চুরি স্পর্শ করেন তামিম। কুমারার বলে ডিপ স্কোয়ারে ঠেলে দিয়ে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির উল্লাসে মাতেন দেশ সেরা এ ওপেনার। ১২টি চারের সাহায্যে নিজের এ ইনিংস সাজান তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তামিমের সংগ্রহ ১০১ রান। এ সময়ে বাংলাদেশ দলের সংগ্রহ ৩ উইকেটে ২৩৩।
আরটি/আইএইচএস/আরআইপি