ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জয়ের প্রত্যয়ে মাঠে আজ মাশরাফি

প্রকাশিত: ০৬:৫৫ এএম, ১৯ এপ্রিল ২০১৫

এক ম্যাচ খেলতে পারেননি। তো কী হয়েছে। দলতো জিতেছে। আর সেই জয়ের প্রত্যয় নিয়ে রোববার দলের হয়ে মাঠে নামবেন মাশরাফি বিন মর্তুজা। প্রথম ওয়াডেতে খেলেননি আইসিসির নিষেধাজ্ঞা থাকায়। আজ খেলবেন। মাশরাফি দলে ফিরলে তো প্রথম ওয়ানডের উইনিং কম্বিনেশন ভাঙতে হবে।

অধিনায়ক যখন, দল সংক্রান্ত চিন্তাগুলো তার মাথায়ই বেশি ঘুরপাক খায়। কিন্তু এবারের পাকিস্তান সিরিজ সে জায়গায় কেমন একটা নির্ভার হাওয়া বইয়ে দিচ্ছে। কারণ বাংলাদেশ দল যে ফেবারিট। কাল যেমন অনুশীলন ছিল না। সকালে একটু সুইমিং, এরপর টিম মিটিং ছিল বাংলাদেশ দলের সারা কাজ।

আজকের ম্যাচে, এই ম্যাচ জেতা হয়ে গেলে ২২ এপ্রিলের শেষ ওয়ানডেতেও জয় চাইবে টাইগাররা। মাশরাফির চোখে এ রকম আগাম ভাবনা, স্বপ্ন। প্রথম ওয়ানডেতে ভুলত্রুটি ছিল না বললেই চলে, বাংলাদেশ দলের মধ্যে কোনো ভয় কাজ করেনি। সাবলীলভাবেই জিতেছে।

যে পাকিস্তানের বিপক্ষে গত ১৬ বছরে কোনো জয় ছিল না; যাদের বিপক্ষে যতোবারই তীরের কাছে গেছে বাংলাদেশ দল, স্নায়ুচাপের ভারে ডুবে গেছে তরী- সিরিজ শুরুর ম্যাচে তামিম-মুশফিকরা তাদেরই কী ধাক্কাটাই না দিলেন!

এখন দেখার পালা মাশরাফিকে নিয়ে রোববার কী করে টাইগাররা।

প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় নিয়ে ১-০তে এগিয়ে আছে টাইগাররা। আজকের ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ম্যাচটিও উপভোগ করতে স্টেডিয়াম এলাকায় ক্রিকেটপ্রেমীদের ব্যাপক সমাগম ঘটেছে।

উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ভিশন।

এসএ/বিএ/এমএস