ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দৃষ্টি যেন মিরপুরে

প্রকাশিত: ০৬:৪৬ এএম, ১৯ এপ্রিল ২০১৫

দেশের অগণিত ক্রিকেটপ্রেমীর দৃষ্টি যেন আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শুক্রবার বিশাল ব্যবধানে ১৬ বছরের অপেক্ষার জয় যেন প্রত্যাশাকেই বাড়িয়ে দিয়েছে টাইগারদের। তাই রোববার টাইগাররা হয়তো আরও একটি জয় উপহার দিবে, এমনটা প্রত্যাশা তৈরি হয়েছে সবার মাঝে। দুপুর আড়াইটায় সফরকারীদের বিপক্ষে শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

ঘরে, অফিসে প্রাঙ্গন যে যেখানেই থাকুক, সবার চোখ থাকবে টিভি পর্দায় স্টেডিয়ামের দিকে। আবার যারা টিকিট সংগ্রহ করতে পেরেছেন, তারা মাঠে সবাই দেখবেন টাইগারদের পারফরম্যান্স।

দুপুর ১২টার দিকেই দেখা গেছে মিরপুর স্টেডিয়াম এলাকার বেশ কিছু উৎসুক মানুষ ভিড় করেছেন। তারাও অপেক্ষা করছেন কখন ভেতরে যাবেন, উপভোগ করবেন টাইগারদের পাকিস্তান-বধ। সব মিলিয়ে যেন মিরপুর এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।

প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় নিয়ে ১-০তে এগিয়ে আছে টাইগাররা। আজকের ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।

উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ভিশন।

এসএ/বিএ/পিআর