ব্রাজিলের জয়রথ থামাতে পারবে কি উরুগুয়ে?
কার্লোস দুঙ্গা বিদায় নিলেন। ব্রাজিলের কোচের ভূমিকায় আসলেন তিতে। তিনি দায়িত্ব নেয়ার পর সেলেকাওরা যেন উড়ছে। বিশ্বকাপ বাছাইপর্বে গত ছয় ম্যাচে ব্রাজিল তুলে নিয়েছে জয়। গত বছরের সেপ্টেম্বরে ইকুয়েডরের বিপক্ষে ৩-০ গোলে শুরু হয়েছিল সেই জয়ের। আর সর্বশেষ ম্যাচে পেরুর বিপক্ষে ২-০ গোলে জিতেছেন নেইমাররা।
এর মাঝে কলম্বিয়াকে ২-১ ব্যবধানে পরাজিত করে ব্রাজিল। বলিভিয়ার বিপক্ষে সেলেকাওদের জয়টি ৫-০ গোলের। ভেনেজুয়েলাকে ২-০ ব্যবধানে হারিয়েছেন তিতের শিষ্যরা। আর আর্জেন্টিনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বলতে গেলে বিশ্বকাপ বাছাইপর্বে অদম্য নেইমারের ব্রাজিল। বাংলাদেশ সময় আগামীকাল (শুক্রবার) ভোর ৫টায় মন্টেভিডিওতে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি ইএসপিএন। ফুটবলপ্রেমীদের প্রশ্ন- ব্রাজিলের জয়রথ থামাতে পারবে কি অস্কার তাবারেজের উরুগুয়ে? সময়ই অবশ্য বলে দেবে সব।
তবে পরিসংখ্যান কী বলছে? তাও তো জানা দরকার। ২০১৫ সালে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল উড়ছিল, ২০১৬-এর শুরুর দিকে নেইমারদের থামিয়ে দিয়েছিল উরুগুয়ে। ব্রাজিলের মাঠে সেবার ম্যাচটি শেষ হয়েছিল ২-২ গোলের ব্যবধানে ড্রয়ে। সে হিসেবে এবারও হারতে চাইবে না উরুগুয়ে। অন্তত পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাইবে। আর সুযোগ পেলে তো ব্রাজিলকে হারিয়ে দিতে চাইবে তাবারেজের বাহিনী।
২০০১ সালের জুলাই থেকে এখন পর্যন্ত ব্রাজিলকে হারাতে পারেনি উরুগুয়ে। হয়তো কোনো ম্যাচে ড্র; নয়তো পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে উরুগুইয়ানদের। গত পাঁচবারের দুই দলের মুখোমুখি লড়াইয়ে উরুগুয়ের জালে গড়ে ২ বার বল জড়িয়েছে ব্রাজিল।
এনইউ/জেআইএম