ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পরলোকে বার্সার সাবেক সভাপতি

প্রকাশিত: ১০:৫৩ এএম, ২২ মার্চ ২০১৭

অগাস্তি মন্টাল কস্তা। ১৯৬৯ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত বার্সেলোনার সভাপতির দায়িত্ব পালন করেছেন অগাস্তি মন্টাল কস্তা। তিনি আর নেই। ৮২ বছর বয়সে আজ (বুধবার) পরলোকে গমন করেন এই ফুটবল সংগঠক। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে এফসি বার্সেলোনা। মন্টাল কস্তার পরিবারের সদস্যদের প্রতি জানিয়েছে সমবেদনা।

বার্সার ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার ইয়োহান ক্রুইফ। ডাচ এই কিংবদন্তিকে কাতালান ক্লাবটিতে এনেছিলেন অগাস্তি মন্টাল কস্তা। এরপর ১৯৭৩-৭৪ মৌসুমে লা লিগার শিরোপা জিতেছিল বার্সা। এর আগে ১৪ বছর ধরে শিরোপা খরায় ভুগছিল কাতালানরা।

কস্তার বাবাও ছিলেন বার্সা সভাপতি। নাম তার অগাস্তি মন্টাল গ্যালোবার্ট। ১৯৪৬ থেকে ১৯৫২ সাল পর্যন্ত বার্সা প্রধানের দায়িত্ব পালন করেন গ্যালোবার্ট। বার্সার ক্লাব ইতিহাসে সভাপতির দায়িত্ব পালনকারী একমাত্র পিতা-পুত্র হলেন গ্যালোবার্ট ও কস্তা।

এনইউ/জেআইএম

আরও পড়ুন