প্রতিপক্ষ কে জানেন না মাশরাফিরা
টেস্ট সিরিজ শেষে এবার ওয়ানডে মিশন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশ একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে আগামীকাল (বুধবার) এই প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ ক্রিকেট দল; কিন্তু সবচেয়ে অবাককরা বিষয় হলো, প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ কাদের বিপক্ষে খেলবে, সেটাই আজ বিকেল পর্যন্ত জানেন না মাশরাফিরা।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম সংলগ্ন ম্যাক্স ক্রিকেট একাডেমি মাঠে আজ দুপুরের পর অনুশীলন করে বাংলাদেশ ক্রিকেট দল। বিকেলের দিকে আসে শ্রীলঙ্কানরাও। তবে, স্থানীয় সময় বিকাল সাড়ে ৬টা এবং বাংলাদেশ সময় বিকাল ৬টা পর্যন্তও জানা যায়নি, প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কে?
ভেন্যু জানা, সময় জানা। বাংলাদেশ ক্রিকেট দল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে- সবই ঠিক আছে; কিন্তু কাদের বিপক্ষে খেলবে সেটাই অজানা। টেস্ট সিরিজের আগেও একই অবস্থা হয়েছিল। বাংলাদেশ কাদের বিপক্ষে খেলবে সেটা জানা ছিল না। শেষে মোরাতুয়ায় ২ দিনের সেই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশ।
শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের লিঁয়াজো ওয়াসান্তা, বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এবং ব্যাটিং কোচ থিলান সামারাবিরা কোনোমতেই জানাতে পারলেন না, প্রস্তুতি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ কে? তবে, লিঁয়াজো অফিসার ইঙ্গিত দিলেন, হয়তো শ্রীলঙ্কান বোর্ড সভাপতি একাদশ কিংবা শ্রীলঙ্কান ডেভেলপমেন্ট স্কোয়াড হবে প্রতিপক্ষ।
এআরবি/আইএইচএস/পিআর