ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড টাইগারদের

প্রকাশিত: ১২:৩০ পিএম, ১৭ এপ্রিল ২০১৫

তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের দুর্দান্ত শতকে পাকিস্তানের বিপক্ষে ৩২৯ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। শুক্রবার রাজধানীর মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যাটসম্যানদের দৃঢ়তায় পাকিস্তানের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রানের এ পাহাড় দাঁড় করিয়েছে তারা।   

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার দারুণ শুরুর পর হঠাৎ দুই উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়া দলের হাল ধরে দলকে শক্ত অবস্থানে রেখে ফিরেন টাইগারদের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। এসময় ১৩৫ বলে ১৩২ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন তিনি। দুর্দান্ত এ শতকের পথে ১৫টি চার ও ৩টি ওভার বাউন্ডারি হাকান তামিম ইকবাল। এর আগে মুশফিকুর রহিমের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে রেকর্ড ১৭৮ রান করে দলকে পৌঁছে দেন শক্ত অবস্থানে। দলকে ২৪৫ রানে পৌঁছে দিয়ে ৪১.৪ ওভারের সময় জুটি ভেঙে সাজ ঘরে ফেরেন তামিম। পরে বাংলাদেশের উইকেট রক্ষক মুশফিকুর রহিমও শতক হাকালে বড় সংগ্রহের ভিত তৈরি হয়। এসময় মাত্র ৭৭ বল মোকাবেলা করে ১৩ চার ও ২ ওভার বাউন্ডারির বিনিময়ে ১০৬ রান করেন তিনি।

শতক হাকিয়ে তামিম ও মুশফিক ফিরে গেলেও দলে তার কোনো ছাপ পড়তে দেননি সাকিব আল হাসান ও সাব্বির রহমান। তাদের ঝরো ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে রেকর্ড ৩২৯ রানের পাহাড় দাঁড় করায় টাইগাররা।  শেষের দিকে তাড়াহুড়ো করে রান তুলতে গিয়ে সাকিব ও সাব্বির আউট হলেও ছোট, কিন্তু কার্যকরী কিছু রান করে দলকে ওই শক্ত অবস্থানে পৌঁছাতে অবদান রাখেন। শেষ বলে ওয়াহাব রিয়াজের বলে এলবি ডব্লিউ হওয়ার আগে সাকিব আল হাসান করেন ২৭ বলে ৩১ রান। দুই বল আগে আউট হওয়া সাব্বির রহমান পাকিস্তানের বোলারদের ওপর দিয়ে ৭ বলে ১৫ রানের একটি ছোট ঝড় বইয়ে দেন।  

এর আগে পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতেই ৪৮ রান যোগ করে ভাল সূচনা এনে দিয়ে রান আউটে কাটা পড়ে সাজ ঘরের পথ ধরেন সৌম্য (২০)। পরে দ্রুতই তার পথ অনুসরণ করেন বিশ্বকাপে পরপর দুই ম্যাচে শতক করা প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। দলীয় ৬৭ রানে রাহাত আলীর শিকারে পরিণত হন তিনি। এসময় ১৮ বলে মাত্র ৫ রান করে সরাসরি বোল্ড আউট হয়ে যান মাহমুদুল্লাহ। তারপর মুশফিকুর রহিমের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে রেকর্ড ১৭৮ রান করে দলকে শক্ত অবস্থানে পৌঁছে দেন তামিম ইকবাল।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া সাকিল আল হাসান। শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

নিষেধাজ্ঞা থাকায় মাশরাফির পরিবর্তে এ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে স্লো-ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন মাশরাফি।

আজকের এই ম্যাচ উপভোগ করতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় ক্রিকেটপ্রেমীদের ব্যাপক সমাগম ঘটেছে। শুক্রবার সকাল থেকেই যাদের কাছে টিকিট আছে এমন ক্রিকেটপ্রেমী এবং যাদের কাছে টিকিট নেই এমন ক্রিকেটপ্রেমীরাও এখানে এসে সমাগম করছে।

উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ভিশন।

বাংলাদেশ দল : সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান রুম্মান, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানী ও আবুল হাসান রাজু।

পাকিস্তান দল : আজহার আলী, ফাওয়াদ আলম, হারিস সোহেল, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, রাহাত আলী, সাঈদ আজমল, সারফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, সাদ নাজিম ও মোহাম্মদ রিজওয়ান।

একে/পিআর