ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ব্যাটিংয়ে টাইগাররা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৩ এএম, ১৭ এপ্রিল ২০১৫

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমেছে টাইগাররা। শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শুরু হয় ম্যাচটি। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিল আল হাসান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১০ রান। ব্যাট করছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।

নিষেধাজ্ঞায় থাকা মাশরাফির পরিবর্তে এ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে স্লো-ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন মাশরাফি।

এদিকে, আকাশে রোদের প্রখরতা নেই। অনেকেই মনে করছেন, আকাশের পরিস্থিতি আর উইকেট বিবেচনায় বোলিং এ যাওয়া ভালো সিদ্ধান্ত হতে পারত।

আজকের এই ম্যাচ উপভোগ করতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় ক্রিকেটপ্রেমীদের ব্যাপক সমাগম ঘটেছে। শুক্রবার সকাল থেকেই যাদের কাছে টিকিট আছে এমন ক্রিকেটপ্রেমী এবং যাদের কাছে টিকিট নেই এমন ক্রিকেটপ্রেমীরাও এখানে এসে সমাগম করছে।

সরেজমিন ঘুরে আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদ আরমান জানান, দর্শনার্থীরা জাতীয় পতাকা হাতে এবং লাল-সবুজের টি-শার্ট, ফতুয়া বা পাঞ্জাবি পড়ে স্টেডিয়াম এলাকায় ভিড় করছে। পুরো স্টেডিয়াম এলাকায় এখন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ভিশন।

বাংলাদেশ দল :  সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান রুম্মান, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানী ও আবুল হাসান রাজু।

পাকিস্তান দল : আজহার আলী, ফাওয়াদ আলম, হারিস সোহেল, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, রাহাত আলী, সাঈদ আজমল, সারফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, সাদ নাজিম ও মোহাম্মদ রিজওয়ান।

এসএ/এমআর/বিএ/এআরএস