ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টি-২০ ফরম্যাটে এশিয়া কাপ

প্রকাশিত: ০৫:১৫ এএম, ১৭ এপ্রিল ২০১৫

এশিয়া কাপের ভাগ্য নিয়ে জমা অনিশ্চয়তার মেঘটা অবশেষে কেটেছে। বন্ধ হয়ে যাচ্ছে না টুর্নামেন্টটি, তবে তার চরিত্র বদলে যাচ্ছে অনেকখানি! ২০১৬ সালে এই টুর্নামেন্টের পরবর্তী আসরে ৫০ ওভারের নয়, লড়াই হবে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট টোয়েন্টি টোয়েন্টির, ২০১৮ সালে পরের আসরে আবার খেলা হবে ৫০ ওভারের।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বিদায়ী প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক জানিয়েছেন, শুধুই ফরম্যাটে নয়, পরিবর্তন আসছে আরো অনেক কিছুতেই। বিশ্বকাপে সহযোগী সদস্য দেশগুলোর খেলার সুযোগ যেখানে সংকুচিত করে দিচ্ছে আইসিসি, সেখানে এসিসি নাকি বাড়াবে সহযোগী সদস্যদের অংশগ্রহণের সুযোগ।

এই মুহূর্তে এসিসির সদস্য দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা ছাড়াও টি-টোয়েন্টি স্ট্যাটাস আছে আফগানিস্তান, হংকং, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের। এই আট দলের সঙ্গে বাছাইপর্ব পেরিয়ে আসা আরো দুটি দলকে নিয়ে হবে এশিয়া কাপের পরের আসর, এমনটাই জানিয়েছেন আশরাফুল।

এআরএস/এমএস