সাকিবকে পুরস্কার উৎসর্গ করলেন তামিম
শ্রীলঙ্কার দেওয়া ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে তো বলতে গেলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলে তামিম একাই জিতিয়েছেন বাংলাদেশকে। এরই স্বীকৃতিস্বরূপ হিরো ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা উঠেছে দেশসেরা এই ওপেনারের হাতেই। তবে নিজের এ স্বীকৃতি সাকিব আল হাসানকে উৎসর্গ করেছেন তামিম।
বাংলাদেশের শততম টেস্টের ঐতিহাসিক জয়ের সবচেয়ে বড় অবদান রেখেছেন বাংলাদেশের দুই সেরা পারফরমার তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। কলম্বো টেস্টের দুই ইনিংসেই দুর্দান্ত ব্যাটিং করেছেন তামিম। প্রথম ইনিংসে করেছিলেন ৪৯ রান। দ্বিতীয় ইনিংসে সৌম্য- ইমরুলের দ্রুত বিদায়ের পর ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
তবে ম্যাচসেরা হওয়ার ক্ষেত্রেও মোটেও পিছিয়ে ছিলেন না সাকিবও। প্রথম ইনিংসে তার ১১৬ রানের সুবাদে বড় লিড পায় বাংলাদেশ। ব্যাট হাতে অসাধারণ পারফরমেন্সের পাশাপাশি বল হাতেও ছিলেন দুর্দান্ত। প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে পান ৪টি।
তবে, তামিমকে ম্যাচ সেরা হিসেবে বেছে নেয়ার মূল কারণ হলো দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং। তার খেলা ৮২ রানের দুর্দান্ত ইনিংসটিই শেষ পর্যন্ত বাংলাদেশকে এনে দিয়েছেন অবিস্মরণীয় জয়টি।
এদিকে তামিম ম্যাচ সেরা নির্বাচিত হলেও হতাশ হতে হয়নি সাকিবকে। দুই টেস্ট মিলিয়ে ব্যাট হাতে ১৬২ রান। ৯ উইকেট নিয়ে বিচারকদের দৃষ্টিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে সেরা হয়েছেন সাকিবই।
এমআর/জেআইএম