ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এটাই বাংলাদেশের সেরা জয় : সাঙ্গাকারা

প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১৯ মার্চ ২০১৭

শততম টেস্ট। বিশেষ কিছু। হাঁটি হাঁটি পা করে একশ। ১৭ বছর লেগেছে। অন্যান্য টেস্ট খেলুড়ে দেশের তুলনায় সময়টা কমই। ৯৯তম টেস্ট খেলা পর্যন্ত বাংলাদেশের জয় ছিল আটটি। ম্যাচ সংখ্যা তিন অঙ্কে (১০০) পৌঁছানোর সঙ্গে টাইগারদের জয়ের সংখ্যাও বাড়ল।

টেস্টে এখন বাংলাদেশের জয় নয়টি। উন্নতি জোয়ারে ভাসতে থাকা বাংলাদেশ দল এবারই প্রথম লঙ্কা-বধ করল। সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহীমদের হাত ধরেই শ্রীলঙ্কার মাটিতে আসল ঐতিহাসিক জয়। শততম টেস্টে ৪ উইকেটে জয়। টাইগারদের কঠোর পরিশ্রমের ফসল এই জয়।

Vision

কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে এই জয়টি বাংলাদেশের ‘সেরা জয়’ বলে মনে করেন কুমার সাঙ্গাকারা। টুইটার পেজে সে কথাই লিখেছেন লঙ্কান কিংবদন্তী, ‘এটাই বাংলাদেশের সেরা জয়। দুর্দান্ত সাহসের পরিচয় দিয়েছে তারা; শততম টেস্টে সেরাটাই উজাড় করে দিয়েছে। আমি নিশ্চিত যে শ্রীলঙ্কাও ঘুরে দাঁড়াবে। ভালো একটি টেস্ট ম্যাচ ছিল এটি।’

এনইউ/জেআইএম

আরও পড়ুন