ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তুলির শেষ পোঁচটা দিলেন মিরাজ

প্রকাশিত: ১০:৪৫ এএম, ১৯ মার্চ ২০১৭

শততম টেস্ট। অন্যরকম রোমাঞ্চ। সেই রোমাঞ্চের শতভাগ দেখা গেল কলম্বো টেস্টে। ১৯১ রানের লক্ষ্যমাত্রা। সাবধানী শুরু। কিছু পথ পেরুতেই রঙ্গনা হেরাথের জোড়া আঘাত। যে আঘাতে ফিরে গেছেন ইমরুল কায়েস ও আগের ইনিংসে ফিফটি তুলে নেয়া সৌম্য সরকার।

পরে আবার বাংলাদেশ ফিরে আসে ম্যাচে; তামিম ইকবাল ও সাব্বির রহমান রুম্মনের তৃতীয় উইকেটে ১০৯ রানের জুটিতে। তামিম বিদায় নিলেন ৮২ রানের মহামূল্যবান এক ইনিংস খেলে। এরপর সাব্বিরও টিকতে পারলেন না বেশিক্ষণ। ৪১ রান করে তিনি শিকার দিলরুয়ান পেরেরার।

Vision

আগের ইনিংসের সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান ১৫ রানের মাথায় পেরেরার বলে বোল্ড। মোসাদ্দেক হোসেন ভালোই এগোচ্ছিলেন। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও হাল ধরেন। তবে শেষটা করতে পারলেন না। ১৩ রান করে হেরাথের বলে ডিকভেলার হাতে ক্যাচ দিয়ে ফেরেন সৈকত।

তখন অবশ্য বাংলাদেশ জয় থেকে দুই রান দূরে। ক্রিজে আসলেন তরুণ তুর্কি মেহেদী হাসান মিরাজ। দুটি বল দেখে-শুনে খেললেন। পরের ফুলটস বলটি শর্ট ফাইন লেগে ঠেলে দিয়ে দুই রান নিয়ে নেন তিনি। আর তাতে শততম টেস্টে ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ। ঐতিহাসিক জয়ে তুলির শেষ পোঁচটা দিলেন মিরাজই।

এনইউ/জেআইএম

আরও পড়ুন