ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হেরাথকে ফেরালেন তাইজুল

প্রকাশিত: ১১:৪৯ এএম, ১৮ মার্চ ২০১৭

কলোম্বো টেস্টে রিভিউ ভাগ্যটা শুরু থেকেই রঙ্গনা হেরাথের পক্ষে ছিল। বল হাতে কয়েকবার রিভিউ জেতার পর আজ ব্যাট হাতেও জিতলেন একবার। তবে দ্বিতীয় দফায় আর রক্ষা হয়নি তার। তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন তিনি।

তাইজুলের বলটি অফস্ট্যাম্পের অনেক বাইরে থেকে ভেতরের দিকে টার্ন করেছিল। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে চেয়েছিলেন হেরাথ। তবে বলে গিয়ে লাগে প্যাডে। রিভিউ নিলেও সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষেই থাকে। ফলে দারুণ চাপে রয়েছে স্বাগতিকরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ২৪৫ রান। তবে এক প্রান্তে দারুণ ধৈর্যশীল ইনিংস খেলছেন দিলরুয়ান পেরেরা। ১০০ বলে ১২ রান করে উইকেটে আছেন তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন সুরাঙ্গা লাকমল।

এর আগে সকালে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। শুরুতেই থারাঙ্গাকে ফিরিয়ে দিয়েছিলেন মিরাজ। তবে এরপর কুশাল মেন্ডিসকে নিয়ে কারুনারত্নে গড়েন তোলেন ৮৬ রানের জুটি। ফলে উল্টো চাপে পড়ে যান টাইগাররা।

Vision

তবে লাঞ্চের পরে বল হাতেই নিয়েই রুদ্রমূর্তি ধারণ করেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ৫ ওভারের বোলিং স্পেলে তিনটি উইকেট তুলে নেন তিনি। মেন্ডিস, চান্দিমাল ও গুনারত্নেকে ফিরিয়ে বাংলাদেশকে দারুণভাবে ম্যাচে ফিরিয়ে আনেন মোস্তাফিজ। এরপর সাকিবের বলে দুর্দান্ত এক ক্যাচ ধরে নিরোশান ডিকভেলাকে ফিরিয়েছেন মুশফিক।

ডিকভেলার বিদায়ের পর পেরেরাকে নিয়ে নিয়ে দলের হাল ধরেছিলেন করুনারত্নে। তবে করুনারত্নেকে ফিরিয়ে এ জুটি ভাঙেন সাকিব। স্লিপে দারুণ ক্যাচ লুফে নেন সৌম্য। আউট হওয়ার আগে ২৪৪ বল মোকাবেলা করে ১০টি চার ও ১টি ছক্কায় করেন ১২৬ রান।

আরটি/এনইউ/আরআইপি

আরও পড়ুন