ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অবশেষে করুনারত্নেকে ফেরালেন সাকিব

প্রকাশিত: ১০:৫০ এএম, ১৮ মার্চ ২০১৭

ফিরে যেতে পারতেন ম্যাচের শুরুতেই। তবে বল হাতে লাগিয়ে তালুবন্দি করতে পারেননি মুশফিক। এরপর সাকিবের ওভারে হয়েছিলেন নিশ্চিত এলবিডব্লিউ। তবে আম্পায়ারের বদান্যতায় টিকে যান তিনি। তবে শেষ পর্যন্ত তাকে ফেরাতে পেরেছেন টাইগাররা। ভয়ঙ্কর হয়ে ওঠা এ ব্যাটসম্যানকে ফিরিয়েছেন সাকিব আল হাসান।

আগের দিন দারুণ এক সেঞ্চুরি করে বাংলাদেশকে এনে দিয়েছেন বড় লিড। আর শনিবার বল হাতে ত্রাতা হয়ে উঠলেন তিনি। টার্ন করবে ভেবে অফস্ট্যাম্পের বাইরে থাকা বল খেলতে গিয়েছিলেন করুনারত্নে। তবে টার্ন না করে ব্যাটের কানায় লেগে চলে যায় স্লিপে। আর সে বল তালুবন্দি করতে কোনো ভুল করেননি সৌম্য সরকার।

তবে আউট হওয়ার আগে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে ১২৬ রান করেন তিনি। ২৪৪ বল মোকাবেলা করে ১০টি চার ও ১টি ছক্কায় নিজের এ সেঞ্চুরি করেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা দলের সংগ্রহ ৭ উইকেটে ২২২ রান। ৬ রান নিয়ে ব্যাট করছেন দিলরুয়ান পেরেরা। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন অধিনায়ক রঙ্গনা হেরাথ।

Vision

এর আগে এর আগে সকালে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। শুরুতেই থারাঙ্গাকে ফিরিয়ে দিয়েছিলেন মিরাজ। তবে এরপর কুশাল মেন্ডিসকে নিয়ে কারুনারত্নে গড়েন তোলেন ৮৬ রানের জুটি। ফলে উল্টো চাপে পড়ে যান টাইগাররা।

তবে লাঞ্চের পরে বল হাতেই নিয়েই রুদ্রমূর্তি ধারণ করেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ৫ ওভারের বোলিং স্পেলে তিনটি উইকেট তুলে নেন তিনি। মেন্ডিস, চান্দিমাল ও গুনারত্নেকে ফিরিয়ে বাংলাদেশকে দারুণভাবে ম্যাচে ফিরিয়ে আনেন মোস্তাফিজ। এরপর সাকিবের বলে দুর্দান্ত এক ক্যাচ ধরে নিরোশান ডিকভেলাকে ফিরিয়েছেন মুশফিক।

আরটি/এনইউ

আরও পড়ুন