ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দিনের শুরুতেই থারাঙ্গাকে ফেরালেন মিরাজ

প্রকাশিত: ০৪:৪৩ এএম, ১৮ মার্চ ২০১৭

চতুর্থ দিনের শুরুটা দুর্দান্ত করলেন মিরাজ। দিনের দ্বিতীয় ওভারের প্রথম বলেই থারাঙ্গাকে বোল্ড করে সাজঘরে ফেরান ডানহাতি এই স্পিনার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৭৩ রান।  বাংলাদেশের চেয়ে এখনো ৫৭ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।

Babuবাংলাদেশের চেয়ে ১২৯ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে নিজের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে দায়িত্বশীল ব্যাটিং করেন দুই লঙ্কান ওপেনার। বাংলাদেশি বোলারদের কোনো সুযোগই তৈরি করতে দেননি। অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তারা।

তবে ম্যাচে ফিরতে মরিয়া বাংলাদেশকে চতুর্থ দিনে দুর্দান্ত সূচনা এনে দেন মিরাজ। লেগ মিডলে পিচ করে বল টার্ন করে থারাঙ্গার ব্যাটকে ফাঁকি দিয়ে সরাসরি স্টাম্পে আঘাত হানে।
Visionএর আগে সাকিব আল হাসানের দুর্দান্ত সেঞ্চুরিতে সবকটি উইকেট হারিয়ে ৪৬৭ রান তোলে বাংলাদেশ। টাইগাররা পান ১২৯ রানের লিড। আর দিনেশ চান্দিমালের শতকে ভর করে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে লঙ্কানদের ইনিংসে করেছিল ৩৩৮ রান।

এমআর/এমএস

আরও পড়ুন