ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সেঞ্চুরির পর পুরনো সাকিব

প্রকাশিত: ০৯:২১ এএম, ১৭ মার্চ ২০১৭

দ্বিতীয় দিনের শেষ সময়ে উইকেটে নেমেই ঝড়ো ব্যাটিং শুরু করেন সাকিব। অনেকেই তা দেখে অবাক। টি-টোয়েন্টি মেজাজের ব্যাটিং দেখে এক হাত নিয়েছেন সমালোচকরা। তবে শুক্রবার সকালে বদলে গিয়েছিলেন সাকিব। সমালোচকদের মুখ বন্ধ করে দিয়ে তুলে নেন নিজের ৫ম সেঞ্চুরি। তবে সেঞ্চুরির পরে আবার পুরনো রূপেই ফিরে আসেন তিনি। উঠিয়ে মারতে গিয়ে আউট হন এ অলরাউন্ডার।

সান্দাকানের বলে মিড অনের উপর দিয়ে চার মারতে চেয়েছিলেন সাকিব। তবে ধরা পড়েন চান্দিমালের হাতে। দারুণ এক ক্যাচ লুফে নেন এ লঙ্কান। ফলে আরও একবার নিজের উইকেট বিলিয়ে আসেন সাকিব।

চা বিরতি পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৭ উইকেটে ৪২৮ রান। লঙ্কানদের চেয়ে এখন এগিয়ে আছে ৯০ রানে। এক প্রান্তে দারুণ ব্যাটিং করে ৫৫ রানে অপরাজিত আছেন মোসাদ্দেক। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন মেহেদী হাসান মিরাজ।

Vision
শুক্রবার মুশফিককে নিয়ে তৃতীয় দিনের সূচনা করেন সাকিব। দুইজনেই এদিন ওয়ানডে স্টাইলে ব্যাটিং করতে শুরু করেন। তবে হাফসেঞ্চুরি তুলে মুশফিক বিদায় নিলেও একপ্রান্তে অবিচল সাকিব। সুরাঙ্গা লাকমলের বল ফাইন লেগে ঠেলে দিয়ে নিজের হাফ সেঞ্চুরি স্পর্শ করেন ৬৯ বলে। এরপর দিলরুয়ান পেরেরার বলে চার মেরেই নিজের সেঞ্চুরি পূরণ করেন সাকিব। শেষ পর্যন্ত ১৫৯ বলে ১০টি চারের সাহায্যে ১১৬ রান করেন তিনি। মোসাদ্দেকের সঙ্গে ১৩১ রানের জুটি গড়েন তিনি।

এর আগে সকালে গুরু দায়িত্ব মাথায় নিয়ে সাকিব আল হাসানকে নিয়ে উইকেটে আসেন মুশফিক। এক প্রান্তে দারুণ দায়িত্বশীল ব্যাটিং করেন তিনি। ওয়ানডে স্টাইলে তুলে নেন ক্যারিয়ারের ১৭তম হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৮১ বলে ৬টি চারে ৫২ রান করে বোল্ড আউট হন তিনি। নতুন বল হাতে নিয়েই মুশফিককে পরাস্ত করেন সুরাঙ্গা লাকমল।

আরটি/এমআর/পিআর

আরও পড়ুন