ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সমালোচকদের মুখ বন্ধ করে সাকিবের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৬ এএম, ১৭ মার্চ ২০১৭

সাকিব খেলেন সাকিবের মতই। খামখেয়ালীর রাজপুত্র। আগের দিন যেভাবে ব্যাটিং করছিলেন তাতে অনেকেই বলেছেন আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রস্তুতি সেরে নিচ্ছেন তিনি। অনেকে দুয়ো দিতেও ছাড়েননি। আজ সেই সাকিব বদলে গেলেন। সমালোচকদের মুখ বন্ধ করে দিয়ে তুলে নেন নিজের সেঞ্চুরি। শান্তির পায়রা উড়িয়ে দলকে টেনে নিচ্ছেন বড় লিডের পথে।

তবে সাকিব মহাভাগ্য নিয়েই উইকেটে নেমেছেন বেশ কয়েকটি হাফ চান্সতো দিয়েছিলেনই; এর মধ্যে দুটি ছিল সহজ সুযোগ। আগের দিন তাকে জীবন দেন থারাঙ্গা আর আজ দেন অধিনায়ক রঙ্গনা হেরাথ। শুধু ক্যাচই নয় দুইবার রান আউট হতে হতে বেঁচে গেছেন তিনি।

ঝড়ো ব্যাটিংয়ের সূচনাটা করেছিলেন গতকালই। রীতিমত টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং। তবে আজ নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ করেন। ঝড়ের গতি কিছুটা কমলেও তা টেস্ট ক্রিকেটের জন্য যথেষ্ট আগ্রাসী। আর তাতেই তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি।

Vision

শুক্রবার মুশফিককে নিয়ে তৃতীয় দিনের সূচনা করেন সাকিব। দুইজনেই এদিন ওয়ানডে স্টাইলে ব্যাটিং করতে শুরু করেন। তবে হাফ সেঞ্চুরি তুলে মুশফিক বিদায় নিলেও একপ্রান্তে অবিচল সাকিব। সুরাঙ্গা লাকমলের বল ফাইন লেগে ঠেলে দিয়ে নিজের হাফ সেঞ্চুরি স্পর্শ করেন ৬৯ বলে।

দিলরুয়ান পেরেরার বলে চার মেরেই নিজের সেঞ্চুরি পূরণ করেন সাকিব। ১৪৩ বলে সেঞ্চুরি স্পর্শ করা সাকিব ৯টি বাউন্ডারি মারেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাকিবের সংগ্রহ ১০৭ রান। ১৪৭ বলে ৯টি চারের সাহায্যে এ রান করেন তিনি। আর এ সময়ে বাংলাদেশ দলের সংগ্রহ ৬ উইকেটে ৪১১ রান।

আরটি/এমআর/এমএস

আরও পড়ুন