ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রথম সেশনের আক্ষেপ মুশফিকের উইকেট

প্রকাশিত: ০৬:৫৬ এএম, ১৭ মার্চ ২০১৭

শততম টেস্টকে স্মরণীয় করে রাখতে প্রথম ইনিংসেই ভালো কিছু করতে হবে টাইগারদের। কারণ এ টেস্টের চতুর্থ খেলতে হবে টাইগারদের। তাই লক্ষ্য বড় লিড নেওয়া। আর সে লক্ষ্যে পৌছুতে শুক্রবার সকালে দারুণ ব্যাটিং করে বাংলাদেশ। তবে লাঞ্চ বিরতির কিছু আগে হারায় দলের সবচেয়ে মূল্যবান উইকেট অধিনায়ক মুশফিককে। তবে তা সত্ত্বেও ১০২ রান তুলে প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে টাইগাররা।

সকালে গুরু দায়িত্ব মাথায় নিয়ে সাকিব আল হাসানকে নিয়ে উইকেটে আসেন মুশফিক। এক প্রান্তে দারুণ দায়িত্বশীল ব্যাটিং করেন তিনি। ওয়ানডে স্টাইলে তুলে নেন ক্যারিয়ারের ১৭তম হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৮১ বলে ৬টি চারে ৫২ রান করে বোল্ড আউট হন তিনি। নতুন বল হাতে নিয়েই মুশফিককে পরাস্ত করেন সুরাঙ্গা লাকমল।

মুশফিকের বিদায়ের পর এদিন প্রথম বারের মত টেস্ট ম্যাচ খেলতে উইকেটে নামেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে শুরু থেকেই দারুণ আত্মবিশ্বাসী ব্যাটিং করেন তিনি। লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথকে দারুণ একটি ছক্কাও হাঁকান ডানহাতি এই ব্যাটসম্যান। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ১৫ রানে অপরাজিত আছেন মোসাদ্দেক।

Vision

তবে নিজের স্বভাবসুলভ ব্যাটিং করেও উইকেটে এখনও টিকে আছেন সাকিব। ইতোমধ্যেই তুলে নিয়েছেন ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরি। তবে ভাগ্য সাকিবের সঙ্গেই ছিল। নুতবা গতকালই ফিরতে পারতেন সাজঘরে। তার সহজ ক্যাচ ফেলে দেন থারাঙ্গা। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৭৮ বলে ৫ই চারের সাহায্যে ৫৪ রান করেন সাকিব। লাঞ্চ বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩১৬ রান।

আরটি/এমআর/এমএস

আরও পড়ুন