বাংলাদেশ-হংকং ম্যাচ দিয়ে শুরু ইমার্জিং কাপ
বহুল আলোচিত ইমার্জিং টিম এশিয়া কাপ মাঠে গড়াচ্ছে আগামী ২৭ মার্চ। প্রথম দিনেই মাঠে নামছে অংশগ্রহণ করা আটটি দল। কক্সবাজারে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ৩ এপ্রিল ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল নয় টায়। আর ফাইনাল ম্যাচটি হবে দুপুর দুই টায়, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
এর আগে প্রথমে জানানো হয়েছিল ১৫ মার্চ থেকে শুরু হবে ইমার্জিং টিম এশিয়া কাপ। এরপর দ্বিতীয় দফায় জানানো হয় ২৫ মার্চ থেকে শুরু হবে এ টুর্নামেন্ট। তবে শেষ পর্যন্ত ২৭ মার্চ নির্ধারণ করা হয় আট দলের এ টুর্নামেন্ট।
এশিয়ার চারটি টেস্ট খেলুড়ে দলের সঙ্গে খেলবে আরও চারটি দল। আফগানিস্তান, হংকং, নেপাল ও মালয়েশিয়া। শুরুতে সংযুক্ত আরব আমিরাতের এ টুর্নামেন্টে খেলার কথা থাকলেও ব্যস্ত সূচির কারণে নাম প্রত্যাহার করে তারা।
ইমার্জিং টিম এশিয়া কাপের পূর্নাঙ্গ সূচিঃ
তারিখ |
ম্যাচ |
ভেন্যু |
২৭ মার্চ |
ভারত – শ্রীলঙ্কা |
জহুর আহেমদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
|
আফগানিস্তান – মালয়েশিয়া |
এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম |
|
বাংলাদেশ – হংকং |
শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম-১, কক্সবাজার |
|
পাকিস্তান – নেপাল |
শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম-২, কক্সবাজার |
২৮ মার্চ |
শ্রীলঙ্কা – আফগানিস্তান |
জহুর আহেমদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
|
ভারত – মালয়েশিয়া |
এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম |
|
পাকিস্তান – হংকং |
শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম-১, কক্সবাজার |
|
বাংলাদেশ – নেপাল |
শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম-২, কক্সবাজার |
৩০ মার্চ |
ভারত- আফগানিস্তান |
জহুর আহেমদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
|
শ্রীলঙ্কা – মালয়েশিয়া |
এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম |
|
বাংলাদেশ – পাকিস্তান |
শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম-১, কক্সবাজার |
|
হংকং – নেপাল |
শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম-২, কক্সবাজার |
১ এপ্রিল |
প্রথম সেমি ফাইনাল |
জহুর আহেমদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
|
দ্বিতীয় সেমি ফাইনাল |
এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম |
৩ এপ্রিল |
ফাইনাল |
জহুর আহেমদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
আরটি/এমআর/এমএস