পিএসএলে ফিক্সিং : এবার নিষিদ্ধ হলেন ইরফান
পাকিস্তানের ফ্রাঞ্চাইজি লিগ পিএসএল শুরুর আগেই ফিক্সিং নিয়ে তোলপাড় শুরু হয়। শুরুর পরপরই ফিক্সিংকাণ্ডে জর্জরিত পিএসএল। এ কারণে দুই ক্রিকেটার শারজিল খান এবং খালিদ লতিফকে আগেই নিষিদ্ধ ঘোষণা করেছিল পিসিবি। এবার একই কাণ্ডের জের ধরে নিষিদ্ধ হলেন দীর্ঘদেহি পেসার মোহাম্মদ ইরফান।
পাকিস্তানের অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিটের (আকসু) কাছে জুয়াড়িদের সঙ্গে যোগাযোগের বিষয়ে তথ্য গোপন করেছিলেন ইরফান। কিংবা জুয়াড়িরা যে তার সঙ্গে ফিক্সিংয়ের বিষয়ে যোগাযোগ রক্ষা করে চলছিল তা তিনি আকসুকে জানাননি। এ কারণে, আকসু তাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। পাকিস্তানের এক্সপ্রেস নিউজ এ খবর প্রকাশ করেছে।
ইরফান খান নিজেই এই অপরাধের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তবে তিনি জানিয়েছেন, পিএসএল চলাকালে নয়, টুর্নামেন্টটি শুরুর আগে তার মা মারা গিয়েছিলেন। তারও আগে জুয়াড়িরা তার সঙ্গে যোগাযোগ করেছিল।
আইএইচএস/জেআইএম