টি-টোয়েন্টিতে ফিরছেন মাহমুদউল্লাহ!
সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না মাহমুদউল্লাহ রিয়াদের। তবে তা টেস্ট ক্রিকেটেই। সীমিত ওভারে বিশেষ করে টি-টোয়েন্টি সংস্করণে ফর্মেই আছেন তিনি। তাই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে দলের সঙ্গে আবার যোগ দিতে পারেন তিনি। এমনটাই জানিয়েছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
সোমবার পিসারা স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে সুজন বলেন, ‘রিয়াদ আমার হাতে গড়া ক্রিকেটার। ওকে আমাকেই এ দুঃসংবাদটা দিতে হয়েছে। তবে টি-টোয়েন্টিতে রিয়াদ (মাহমুদউল্লাহ) অবশ্যই আমাদের সেরা পারফরমার। দেশে নির্বাচকরা চাইলে সে ওই সিরিজের আগে ফিরে আসতেও পারে। এমনকি ওয়ানডের আগেও আসতে পারে।’
টি-টোয়েন্টি সিরিজে যদি তাকে ফেরানো হয় তবে টেস্ট স্কোয়াডে থাকা সত্ত্বেও কেন তাকে দেশে পাঠানো হচ্ছে? জবাবে সুজন বলেন, ‘ও আমাদের অন্যতম সিনিয়র খেলোয়াড়। এখানে শততম টেস্ট হবে যেখানে জুনিয়ররা খেলবে আর ও চেয়ে চেয়ে দেখাবে এটা ওর জন্য অসম্মানের। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ওকে দেশে পাঠানোর। টি-টোয়েন্টিতে আবার সে ফিরতেও পারে।’
মাহমুদউল্লাহর ভাগ্যটা মন্দই বলতে হবে। দেশে ফিরতে হচ্ছে এমন একটা সময়ে যখন বাংলাদেশ দল খেলতে যাচ্ছে শততম টেস্ট। তবে সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্স করছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা ক্রিকেটারই ছিলেন তিনি। এরপর পাকিস্তান সুপার লিগেও দুর্দান্ত পারফরম্যান্স করেন এ অলরাউন্ডার।
এআরবি/আরটি/এআরএস/পিআর