ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কোহলির সমালোচনায় স্টিভ ওয়াহ

প্রকাশিত: ০৫:৫৪ এএম, ১২ মার্চ ২০১৭

অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার তৃতীয় টেস্টের আগে কথার লড়াই যেন শেষই হচ্ছে না। খেলোয়ার, বোর্ড কর্মকর্তাদের পর এবার কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলে কথার লড়াইয়ে যোগ দিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ অভিযোগ করেন, বোলার যখন বল করতে উদ্যত হন, তখন অধিনায়ক কোহলি ইচ্ছাকৃত ভাবে উত্তপ্ত করতে থাকেন দর্শকদের। ব্যাটসম্যানদের মনঃসংযোগ নষ্ট করার ক্ষেত্রে বিরাটের এমন আচরণের সমালোচনা করেন তিনি।

দিল্লির একটি বিজ্ঞাপনী অনুষ্ঠানে এসে স্টিভ ওয়াহ জানান, খেলা চলাকালীন সময়ে দু’দলের মধ্যে খারাপ আচরণ লক্ষ্য করা গিয়েছে। দুই অধিনায়ক একসঙ্গে বসে এই সমস্যা মিটিয়ে নেওয়া উচিত।
 
এর আগেই ডিআরএস কাণ্ড নিয়ে স্মিথ-কোহলিকে ক্লিনশিট দিয়ে দেয় আইসিসি। এ বার কোহলিকে নিয়ে স্টিভ ওয়াহর এই অভিযোগ নতুন বিতর্ক আরও উস্কে দেবে বলে মনে করা হচ্ছে।

এমআর/এমএস

আরও পড়ুন