ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টাইগারদের প্রথম বাংলাদেশি স্পন্সর প্রাণ ফ্রুটো

প্রকাশিত: ০৪:৩৪ এএম, ১৩ এপ্রিল ২০১৫

প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হতে যাচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপ। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান সিরিজে টাইগারদের সঙ্গে থাকবে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো।  

প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল জাগো নিউজকে বলেন, ক্রিকেট দিয়ে বিশ্বজুড়ে বাংলাদেশের পরিচয়। এ যাত্রায় টাইগারদের সঙ্গী হতে পেরে আমরা গর্বিত। আশাকরি জাতীয় ক্রিকেট দলের সঙ্গে আমাদের যাত্রা অব্যাহত থাকবে।



এর আগে, ২০১৩ সালে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ত্রিদেশীয় টুর্নামেন্টে টাইটেল স্পন্সর হয়েছিল প্রাণ-আরএফএল গ্রুপ।

সোমবার সকাল ১১টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিসিবি আনুষ্ঠানিকভাবে প্রাণ ফ্রুটোর নাম ঘোষণা করবে। দেশের খ্যাতনামা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি টপ অব মাইন্ডের মাধ্যমে এসুযোগ পেল প্রাণ ফ্রুটো।

উল্লেখ্য, টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সোমবার বাংলাদেশে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সিরিজে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ১টি টি-টুয়েন্টি খেলবে পাকিস্তান

সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। সেই সফরে সব সিরিজ জিতলেও, এবার বাংলাদেশকে বেশ সমীহ করছে দলটি।

এএ/এআরএস